বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

অণুগল্প।। মরণের পরে।। দেবশ্রী সরকার বিশ্বাস

ভূতের গল্পঃ




একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পরে ছিল অন্তু। হঠাৎ হরিবলের শব্দে জেগে ওঠে,একি! সে শশ্মানে এল কি করে!
ওরা তো অন্তুকে হসপিটালে নিয়ে যাচ্ছিল। যাক বাড়ি তো ফিরতে হবে,তবে আর একটা বিষয় অবাক্ করে অন্তুকে। তার শরীরে আজ আর দীর্ঘ দিন রোগ ভোগের কোন ক্লান্তির ছাপ নেই কোথাও!

একি !গোটা বাড়ি যে অন্ধকার! তাকে একা বাইরে রেখে সবাই নিশ্চিন্তে ঘুমাচ্ছে! নিজের ঘরে এসে আরও অবাক্ হয় অন্ত। একটা প্রদীপ জ্বলছে মিটমিটিয়ে,কেউ কোথাও নেই! শুয়ে পরে অন্তু। কেন জানিনা আজ তার চোখে ঘুম আসে না, সে যেন রাত জাগা পাখি!

সকাল ন টা বাজতে চলল কেউ এক কাপ চা পর্যন্ত দিয়ে গেলনা। রাগ আর চাপতে পারে না অন্তু। এমন সময় স্ত্রী মাধবী ঘরে ঢোকে তবে চা নয় সাদা ফুলের মালা আর ধুপ নিয়ে! টেবিলে রাখা অন্তুর ছবিতে মালাটা পরিয়ে দেয়!

ধুপের হালকা ধোঁয়ার ভেতর দিয়ে অন্তু লক্ষ্য করে মাধবীর পরনে সাদা থান!!

তবে কি অন্তু!!!

সিউরে ওঠে অন্তু....

তার প্রচন্ড জোরে কাঁদতে ইচ্ছা করে......

কিন্তু......!

সেই কান্না...... কেউ শুনতে পায়না............!!!
 
                         --------------------------------------

 
আরামবাগ, হুগলী

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.