Click the image to explore all Offers

গল্পাণু ।। আমগাছ ।। মিনাক্ষী মন্ডল



সৃষ্টিকর্তার অনবদ্য সৃষ্টি জীবকুল। এই জীবকুলকে বাঁচিয়ে রাখার মূল কান্ডারী বিভিন্ন উদ্ভিদ। জীবকুল আর উদ্ভিদকুলের মধ্যে একটা পারস্পরিক মেলবন্ধন আছে। নিজেদের স্বার্থে ও জাতির বৃহত্তর কল্যাণে আজকাল ছোট ছোট চারা গাছ আদান-প্রদানের উদ্যোগ নিয়েছে কিছু গ্রুপ সদস্যরা। এইরকম একটা গ্রুপের সন্ধান পায় অনুরাধা এবং সেই সমবেত অনুষ্ঠানে পৌঁছালে দেখে, সব গাছ বিতরণ করা হয়ে গেছে, কেবল একটা দুর্বল গাছ অবশিষ্ট আছে।
        তাদের মধ্যে একজন বলে উঠল, এত দেরি করলে ? যে গাছটা আছে সেটা নিয়ে আর কি করবে ? বরং তুমি আমার থেকে একটা ভালো গাছ নাও।
        অনুরাধা বললো, 'না, আমার ভাগ্যে যেটা পড়েছে আমি সেটাই নেবো'। 
অনুরাধা  বাড়ি এসে উপযুক্ত জায়গা বুঝে  গাছটি লাগিয়ে আশেপাশে আগাছা পরিষ্কার করে দেয় যাতে আলো-বাতাস খেলে, নিয়মিত জল দেয়, কিছুদিন পর থেকে অল্প অল্প জৈব সার জলের সাথে মিশিয়ে দিতে লাগল গাছের খাবার হিসেবে। 
        প্রায় দু'মাস পর দেখলো গাছে নতুন পাতা বেরিয়েছে অনুরাধা বুঝতে পারল এ যাত্রায় সে গাছটিকে বাঁচাতে পেরেছে। যেখানে গাছটি দুর্বল বলে তারা ফেলে রেখেছিল অথচ একটু যত্ন পেয়ে গাছটি বেঁচে গেল।
        অনুরাধা ভাবে, "এইরকম ভুল আমরা মানুষের ক্ষেত্রেও অনেক সময় করে থাকি। ভালোর ভালো করতে আমরা সবাই এগিয়ে যাই কিন্তু কোন দুর্বল বা খারাপ মানুষ কে আমরা এড়িয়ে যায় । অথচ তাদের একটু  ভালোবাসা দিয়ে যত্ন করলে তারাও ভালো মানুষ হতে সক্ষম হয় আর ওখানেই প্রকৃত মানুষের সফলতা যেমন একজন খারাপ ছাত্র কে ভালো ছাত্র তে পরিণত করাই একটা শিক্ষকের সফলতা।
 
        ঠিক দুবছর পর, অনুরাধা গাছটিকে বাঁচাতে যে পরিশ্রম করেছিল ফল হিসাবে গাছটি দিয়েছে প্রচুর আম।
 
 
       ==============

      মিনাক্ষী মন্ডল, হুগলি।

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.