অনুরাধা বললো, 'না, আমার ভাগ্যে যেটা পড়েছে আমি সেটাই নেবো'।
অনুরাধা বাড়ি এসে উপযুক্ত জায়গা বুঝে গাছটি লাগিয়ে আশেপাশে আগাছা পরিষ্কার করে দেয় যাতে আলো-বাতাস খেলে, নিয়মিত জল দেয়, কিছুদিন পর থেকে অল্প অল্প জৈব সার জলের সাথে মিশিয়ে দিতে লাগল গাছের খাবার হিসেবে।
প্রায় দু'মাস পর দেখলো গাছে নতুন পাতা বেরিয়েছে অনুরাধা বুঝতে পারল এ যাত্রায় সে গাছটিকে বাঁচাতে পেরেছে। যেখানে গাছটি দুর্বল বলে তারা ফেলে রেখেছিল অথচ একটু যত্ন পেয়ে গাছটি বেঁচে গেল।
অনুরাধা ভাবে, "এইরকম ভুল আমরা মানুষের ক্ষেত্রেও অনেক সময় করে থাকি। ভালোর ভালো করতে আমরা সবাই এগিয়ে যাই কিন্তু কোন দুর্বল বা খারাপ মানুষ কে আমরা এড়িয়ে যায় । অথচ তাদের একটু ভালোবাসা দিয়ে যত্ন করলে তারাও ভালো মানুষ হতে সক্ষম হয় আর ওখানেই প্রকৃত মানুষের সফলতা যেমন একজন খারাপ ছাত্র কে ভালো ছাত্র তে পরিণত করাই একটা শিক্ষকের সফলতা।
ঠিক দুবছর পর, অনুরাধা গাছটিকে বাঁচাতে যে পরিশ্রম করেছিল ফল হিসাবে গাছটি দিয়েছে প্রচুর আম।
==============