Click the image to explore all Offers

অণুগল্প ।। সীমানার ইঁট ।। সৌমিক ঘোষ




শুচিবায়ুগ্রস্ত বউয়ের জন্য সকালবেলায় একটা রঙচটা গামছা পড়ে বাড়ির চারিপাশ জল দিয়ে ধোওয়া , ইন্দ্রনাথবাবুর অভ্যাস   বাইরের কলের জলে স্নান সেরে তুলসীতলা আর কলতলাতে আবার গঙ্গাজল ছড়িয়ে দেন তুলসীমঞ্চের কুঠুরিতে বোতলে গঙ্গাজল রাখা থাকে

-কই হলো তোমার ? এখুনি কালোর মা এসে গেলে দাঁড়াবো কোথায় ? ভেতর থেকে চেঁচায় কাবেরী

-এই তো আসছি ,- বলে ইন্দ্রনাথবাবু পেছনের দরজা দিয়ে ঢুকলেন

সামনের দরজা খুলে দশাসই চেহারার কাবেরী তুলসীতলায় সূর্যপ্রণাম সেরে নিলেন ইন্দ্রনাথবাবু ছাদে বউয়ের জামকাপড় কেচে মেলতে উঠেছেন পাশের বাড়ির পিন্টুদা এইসময় ছাদে একটু শরীরচর্চা করেন গলা খাঁকারি দিয়ে ইন্দ্রনাথবাবু বললেনপিন্টুদা , দেখুন আপনার বেড়াটা কেমন হেলে আমার জমিতে এসে পড়েছে

পিন্টুদা হেসে বললেনকাদায় কী খুঁটির জোর থাকে ? জমি ; আপনার-আমার ভেবে কী হবে ?

-না, না তা বললে হবে না সীমানা বজায় রাখতে হবে

-ধূর , সীমানা ? আপনার কাঁচা ড্রেনটা ঠিক করুন ওটা তো খাল হয়ে আছে

-কী বলছেন ? ওটা পুরো ইঁট পেতে করা মাপা আছে

- পাতুন, মাপুন আপনি ওসব নিয়ে থাকুন; বলে পিন্টুদা নীচে নেমে রান্নাঘরে চা করছিলেন

এমন সময়ে ইন্দ্রনাথবাবু চিৎকার করেনপিন্টুদা, পিন্টুদা এই দেখুন আমার সীমানা সোনামন লেখা ইঁট

পিন্টুদা বাইরে এসে চমকে যান কোনরকমে বললেনআরে ড্রেনের কালো নোংরা পাঁক ঘেঁটে আপনি সীমানার ইঁট খুঁজছেন ?

-------------------------------------

সৌমিক ঘোষ

৬৭/জি ; জি.টি.রোড (পশ্চিম)

শ্রীরামপুর৭১২ ২০৩ , হুগলী।




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.