Click the image to explore all Offers

কথাকাহিনি ৭২।। ফেব্রুয়ারি ২০২৫।। প্রচ্ছদ ও সূচিপত্র

 

 
বাঙালির বারোমাসে তের পার্বণ। আর এই ফেব্রুয়ারি মাস শুরু হচ্ছে বিদ্যাদেবী শ্রী শ্রী মা সরস্বতী দেবীর  আরাধনা দিয়ে। সবাইকে  বাগদেবীর পূজার শুভেচ্ছা জানাই। 
    অবশ্য বইপাব্বন শুরু হয়ে গেছে সেই জানুয়ারির ২৮ তারিখ থেকে। নতুন নুতুন বইয়ের গন্ধে কলকাতার আকাশ-বাতাস ম ম করছে। বইপ্রেমী মানুষ রোজ মেলাপ্রাঙ্গনে তার মনের খোরাক খুঁজে বেড়াচ্ছে। মুদ্রিত বইয়ের বাজারে কে আর অনলাইনে (মোবাইলে/ কম্পিউটারে) বই পড়তে চায়! 
তবু সারাবছরের মতো এবারও হাতের মুঠোয় নানা স্বাদের গল্পের ডালি নিয়ে কথাকাহিনি আবার হাজির হল। বই পড়ার ফাঁকে যদি সময় হয়, খুলে দেখুন বন্ধুরা।        
     নানা স্বাদের কথা আর কাহিনি নিয়ে হাজির হলাম, আপনাদের ডিজিটাল লাইব্রেরির ই-ম্যাগ কথাকাহিনির ফেরুয়ারি সংখ্যা নিয়ে। কেমন হল  জানাবেন। 
লিঙ্ক সহ যত খুশি শেয়ার করুন, প্লিজ স্ক্রিন শর্ট নয়।     
 
    সামনে ১৪-ই ফেব্রুয়ারি - ভ্যালেন্টাইন ডে,  আর আগামিকাল তো বাঙালির ভ্যালেন্টাইন ডে ( অন্তত স্কুল-কলেজ পড়ুয়া বন্ধুরা তো তাই বলে!) সবাইকে অনেক অনেক অভিনন্দন ও ভালবাসা। 
 
---- কথাকাহিনি পরিবারের পক্ষে 
সম্পাদক 

 
 
 

সূচিপত্র  

 

 
 

 
 
 
 
 
  



 
 
 



 
 
 
 

 
================ 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.