
কোনো এক প্রান্ত থেকে ...
জয়শ্রী বন্দ্যোপাধ্যায়
( আমার প্রিয় কবি রাজাদিত্য বন্দ্যোপাধ্যায় এর এখনও অব্দি প্রকাশিত কাব্য গ্রন্থ গুলি নিয়ে চিঠির আকারে একটি লেখা । কবির প্রতি আমার বিনীত শ্রদ্ধাঞ্জলি)
পার্থিবী,
'আমি বাড়ি ফিরিনি 'কারণ ভেবেছিলাম হয়তো আমি 'দীর্ঘ শ্বাসের মতো একা'। নির্জন হল্ট স্টেশনের একাকী কৃষ্ণচূড়া ছাড়িয়ে কাফকায়স্কো অন্ধকারে ভেবেছিলাম 'অচেনা তোমাকে কিভাবে চিনি '? কিন্তু 'ডিসেম্বর রেন আর কবিতামাখা চুল' এর ঘ্রাণে ঠিক খুঁজে পেয়েছিলাম । তোমার উজাড় করা ভালোবাসা আমি বুঝি ! কিন্তু ভয় পাই ,আমি হয়তো সেই চাহিদা গুলো কিছুই পূরণ করতে পারব না । আর হারিয়ে ফেলব তোমায় ! ভয় তাড়া করে কোথাও তুমিও হয়তো ভুল বুঝবে !
দলছুট বাউন্ডুলে হয়তো শিকড় হীন ...আমি ! পলাতক! ।
তোমায় কষ্ট দিতে আমার কষ্টই লাগে ! পারলে নিজের মতো করে তুমি ক্ষমা করে দিও । ভয় পেওনা ,আছি আমি ঠিকই তোমার পাশে।
জেনোসাইডের কোনো প্রান্তে ' আমার উদাসীনতার ক্যাপসুল গুলো' খেয়ে যখন আমি ঘুমোতে যাই তখন আমার 'ঘুম এক বিশ্বস্ত ডায়েরি '!
কোনো বিষণ্ণ দুপুরে 'শুকনো পাতার বসন্ত 'এলেও শহরের ক্যাকোফোনি থেকে দূরে 'নিঃশব্দ ফুলের বিষাদ 'ঘিরে ধরলেও অমৃত কুম্ভের সন্ধানে গিয়ে বুঝেছি ,'একা মানে শূন্য না' ! মৃত্যুর মতো হতে পারলে 'ভালোবাসা মৃত্যুর মত সুন্দর ' ।
ভালো থেকো । বদলে যেও না ।
শিকড় হীন পথিক