কালের শাপ
সুমিতা চৌধুরী
আজ সব অপেক্ষার যবনিকা টেনে পরপারে তরী ভাসাল রমা। ঠিক তখনই কোথাও অলোকের বুক এই প্রথম কেঁপে উঠল অতৃপ্ত আত্মার অশুভ আশঙ্কায়। মাঝের দশটা বছর বোধহয় এভাবেই কারো শেষ খেয়ার সঙ্গী হয়ে তাকে মুক্তির পথ দেখালো আর কারো থেকে নিল প্রতিশোধ, ঠকা ঠকানোর এই খেলায়।
এক সন্ধ্যায় ফিরে আসবে বলে কথা দিয়ে অলোক পথ ভুলেছিল আপন সংসারের, নতুন স্বপ্নের হাতছানি আর নেশার টানে।
রমা এই দশ বছরে "বোকা", "ন্যাকা" থেকে "পাগলী", এরকম বহু বিখ্যাত নামকরণে ভূষিত হয়েও ছাড়েনি প্রত্যাশা অলোকের ফেরার। আসলে একে একে সুখ, স্বাচ্ছন্দ্য, অর্থ সবাই তো সঙ্গ ছাড়ছিল, তাই বোধহয় বুকের মাঝে দৃঢ় প্রতিজ্ঞায় রমা, আশাটুকুকেই সম্বল করে বাঁচার লড়াই লড়তো। কিন্তু শেষে স্বাস্থ্যও যখন সাথ ছাড়ল, তখন কাল-ই এসে বৈতরণী পার করাল এই মোহমায়ার জাল কেটে মুক্তির দিশায়।
আরো দশ বছর কাটলো, অলোক আজ সত্যিই বদ্ধ উন্মাদ। দশ বছর ধরে নিত্য অহরহ রমার ভূতকে সে প্রত্যক্ষ করে। ওঝা, তান্ত্রিক, তাবিজ-কবচ, ওষুধ-পথ্য কিছুই কাজ করেনি, আপন বিবেকের অভিশপ্ত ভূতের তাড়নায়।
===================
Sumita Choudhury
Liluah, Howrah