
বই রিভিউ।। পাঠ-প্রতিক্রিয়া ।। পুস্তক সমালোচনা: গোবিন্দ মোদক
পাঠ-প্রতিক্রিয়া / পুস্তক সমালোচনা:
গোবিন্দ মোদক
বাংলা সাহিত্য জগতে 'কবিতা ও গল্প সংকলনের' অভাব এই মুহূর্তে নেই। তথাপি রংতুলি প্রকাশন থেকে সদ্য প্রকাশিত 'আগমনীর সুর' সংকলন গ্রন্থটি (সম্পাদনা সমাদৃত দাস) তার উজ্জ্বল ব্যতিক্রম। ৪১ টি সুনির্বাচিত কবিতা এবং ১৯ টি উৎকৃষ্ট ছোটগল্প নিয়ে গড়ে উঠেছে সুসম্পাদিত এই সংকলন গ্রন্থটির অবয়ব। অতলান্ত অনুভূতির গভীর থেকে নবীন-প্রবীণ, খ্যাত-স্বল্পখ্যাত কবিরা যেমন উপহার দিয়েছেন তাঁদের লেখনীর সেরা ফসল, তেমনই যাপিত জীবনের কন্দর থেকে দুই-এক টুকরো মণিমুক্তো ছোটগল্পের আকারে উপহার দিতে চেয়েছেন গল্পকারেরা — আর তা থেকে ৬০ টি লেখনী নির্বাচন করে সম্পাদক সমাদৃত দাস সাজিয়ে তুলেছেন তাঁর সুনির্বাচিত কবিতা ও গল্প সংকলন 'আগমনীর সুর'।
'আগমনীর সুর' সংকলন গ্রন্থটির পাঠ থেকে পাঠান্তরে যেতে যেতে বোঝা যায় কতোখানি পরিশ্রম করে সম্পাদক মহাশয় নির্বাচন করেছেন উৎকৃষ্ট কবিতাগুলি। প্রকৃত অর্থে সংকলনের প্রতিটি কবিতাই নিজস্ব বৈশিষ্ট্যে ভাস্বর এবং ফিরে পড়বার মতোই সুন্দর। "মন আজ আমার পাখা মেলে ধরেছে, বন্দী কথাগুলো যেন মুক্ত বাতাসে উড়ে যেতে চাইছে" — ঠিক এমনিভাবেই কবি সুকল্যাণ দে শুরু করেছেন তাঁর অনবদ্য কবিতা 'সেদিনের ভাবনাটা'। "পথ চেয়ে কম্পিত একটি হৃদয় ধুপ হয়ে পুড়ে পুড়ে ছাই হয়, সুগন্ধি উড়ে যায় বৈধব্যের আঁচল বেয়ে …" — চমৎকার অনুভবী কবিতা লিখেছেন কবি অধীর কুমার রায়। কবি বিশ্বজিৎ ভট্টাচার্যের বাস্তবধর্মী কবিতা 'শাহজাহানের নৌকো' প্রতিটি সনিষ্ঠ পাঠককে অনিবার্যভাবেই স্পর্শ করবে। একই কথা প্রযোজ্য কবি তুয়া নূরের 'নিষেধের পায়ে দড়ি', কবি শুভ মন্ডলের 'বাঙালিদের দুর্গা', প্রদীপ কুমার দের 'বাইরেটা সয় ভেতরটা ক্ষয়', কবি মনোজিত পালের 'বিবেকের প্রশ্ন', কবি মধুপর্ণা বসুর 'দায়ভার' প্রভৃতি কবিতার ক্ষেত্রে। কবি বর্ণালী মুখার্জির কবিতায় আবার বিষাদের সুর বাজে — "স্বপ্নের রাজ্যে কতবার যে দেখা হয়েছে তোর সাথে আমার, তার হিসাব নেই"! কবি আব্দুল জব্বার মন্ডলের কবিতাতেও বিষাদের সুর — "সময়ের বালিঘড়ি ফুরিয়ে গেছে, তবু আমার আশা, মৃত এক নিঃশ্বাসে রয়ে গেছে"।
"রোদ-কে একটি উন্মাদের নোটিশ" – এই শীর্ষনামে কবি শাশ্বত বোস উপহার দিয়েছেন অনন্য একটি ১৬ পঙক্তির কবিতা। কবি তাপস রায়ের 'দুর্জনের নগরী এই কলকাতা জলে ডোবে রোদে পুড়ে যায়' কবিতায় আবার ভিন্ন সুর, ভিন্ন স্বাদ। এভাবে কখনও প্রেমে-প্রতিজ্ঞায়, কখনও বিরহ-অনলে, কখনও ধ্বংসের প্লাবনে, কখনও সৃষ্টিসুখের উল্লাসে, আবার কখনও অতলান্ত স্মৃতিমেদুরতায়, কখনও বা জীবনবোধের আতিশয্যে, কখনও বা জীবনের ভাঙা-গড়ায়, কখনও বা নিছক খামখেয়ালিতে পিষ্ট এবং ঋদ্ধ হতে হতে কবিরা উপহার দিয়েছেন তাঁদের বলিষ্ঠ লেখনীর কাব্যফসল। আবার কবিরা যে কাব্যজগতে থেকেও ভীষণভাবেই সমাজ সচেতন তার সম্যক প্রমাণ রয়েছে 'আততায়ী' (বিবেকানন্দ চৌধুরী), 'অপুর দুর্গাপুজো' (অমিত বিকাশ দে), 'আজ কিছু অন্যরকম লিখি' (চন্দন চ্যাটার্জি), 'ছন্নছাড়া বাউল' (নাসরিন মন্ডল), 'তিস্তা আমার নামলো বুকে' (নীলাঞ্জন চট্টোপাধ্যায়), 'জনকন্ঠ' (অভীক দাস) ইত্যাদি কবিতায়।
সংকলনের গল্প বিভাগটিও অত্যন্ত বলিষ্ঠ যেখানে মাননীয় গল্পকারেরা তাঁদের অত্যাশ্চর্য অনুভববেদ্যতায় নির্মাণ করেছেন এক একটি গল্প-শরীর। গায়ত্রী রায় বিশ্বাসের দশভূজা নামক বাস্তবানুগ ছোটগল্পটি প্রকৃত অর্থেই অনন্য এবং ফিরে পড়বার মতো সুন্দর। দৈনন্দিন জীবনের এক টুকরো ঘটনা যেন হুবহু প্রতিফলিত হয়েছে কবিতা ধরের বাজারের ফর্দ শীর্ষক অনবদ্য ছোটগল্পটিতে। গল্পকার সুজিত সামন্তের মহালয়ার ভোরে ছোটগল্পটি একটি নস্টালজিক বিনির্মাণ। প্রশান্ত সাহার হৃদয়স্পর্শী স্পর্শ নামক ছোটগল্পটি পাঠক বহুদিন মনে রাখবেন। কাবেরী দাস মহাপাত্রের আন্তর্জাল গল্পটি ক্ষীণতনু হওয়া সত্বেও একটি অত্যাশ্চর্য নির্মাণ। শেষ থেকে শুরু গল্পে গল্পকার আকাশ ঘোড়াই তাঁর কলমের জাত চিনিয়েছেন। সন্তোষ মণ্ডলের ছোটগল্প খড়ের মানুষ আবার একটি বিমূর্ত নির্মাণ যা পাঠককে ভাবাবে এবং ভাবাবে। গল্পকার অর্পিতা সাহা তাঁর ছোটগল্পে দেখিয়েছেন সত্যের জয় নিশ্চিত। সিদ্ধার্থ লাহিড়ীর মানুষ মানেই মানবিকতা, রৌণক দত্তের শিল্পী এবং ভাস্কর সিনহার উড়ান নামক ভিন্নধর্মী গল্পতিনটি সংকলনের অন্যতম সম্পদ। শুভজিৎ চক্রবর্তীর আবার এসো মা, শ্রেয়সী বসুর অন্য বোধন, সমরেশ মাইতির উৎসবের আনন্দের মাঝে ভালোবাসা গল্পগুলি উৎসবকেন্দ্রিক হলেও প্রতিটি গল্পই স্বমহিমায় ভাস্বর। রবি সেনগুপ্তর পিকনিক গল্পটিও পাঠককে ভাবাবে। তবে চন্দ্রমা মুখার্জির ঋভুর বুদ্ধি গল্পটি গল্পকারের আরও মনোযোগ দাবি করে। একই কথা প্রযোজ্য 'ফাটল' এবং 'কে ছিল তবে?' গল্পের ক্ষেত্রেও।
যাইহোক মোটের উপর আগমনীর সুর নামক এই কবিতা ও গল্পের সংকলনটি প্রকৃত অর্থেই পাঠকের প্রত্যাশা পূরণে সক্ষম হবে মূলতঃ সুসম্পাদনার গুণেই। সুন্দর প্রচ্ছদ, মজবুত হার্ডবোর্ড বাঁধাই, চমৎকার নির্ভুল ছাপা এবং উৎকৃষ্ট অফ্ হোয়াইট কাগজ সংকলনটিকে এমন আকর্ষণীয় করে তুলেছে যে বইটি হাতে নিলেই মন ভালো হয়ে যায় এবং পড়ে দেখবার সাধ জাগে — আর এইখানেই সংকলনটির সার্থকতা। সম্পাদক সমাদৃত দাসকে অনেক অনেক ধন্যবাদ সংকলনটি উপহার দেওয়ার জন্য। আশা করা যেতেই পারে তাঁর সুসম্পাদনার ফসল এই সংকলনটি পাঠক এবং বিদগ্ধ মহলে নন্দিত এবং বন্দিত হবে।
====================
গ্রন্থ: আগমনীর সুর
সম্পাদনা: সমাদৃত দাস
প্রকাশক: রংতুলি প্রকাশন
প্রচ্ছদ: শুভঙ্কর
প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৪
মূল্য - ২৫০ টাকা
__________________________