
গ্রহ আর এগরোল
প্রতীক মিত্র
সামনে ২৫শে জানুয়ারীতে সেই দুর্দান্ত মহাজাগতিক ব্যাপারটা ঘটবে। একই সারিতে ছ'টা গ্রহকে দেখা যাবে। অনীক এই বিষয়টি আগেই আলোচনা করেছে ইস্কুলে যাতে বাচ্চাদের মধ্যে আগ্রহটা ছড়িয়ে পড়ে।কিছু কিছু বাচ্চা আগ্রহ দেখিয়েওছিল, কিন্তু বাচ্চাদের যা হয় আর কি, অল্পেই মনোযোগ ঢিলে হয়ে যায়। তাছাড়া এই সময় ইস্কুলে অনেক রকমের অ্যাক্টিভিটি। আজ স্পোর্টস হয় তো কাল ঘুরতে যাওয়া তো পরশু খাদ্য মেলা।বাচ্চারা হৈচৈ দৌড়াদৌড়ি সবসময়ই বেশি পছন্দ করে। ফলে গ্রহদের নিয়ে আলোচনার চেয়ে তাদের সবসময়ই বেশি উৎসাহ এইসব নিয়ে। তবু অনীকও নাছোড়বান্দা। সুযোগ পেলেই জ্যোতির্বিজ্ঞানের আলোচনা টেনে আনে।নাটকীয়ভাবে চোখ বড় বড় করে হাত পা নেড়ে নেড়ে যাতে বাচ্চারা মন দিয়ে শোনে।তারা শোনে ঠিকই তবে নিজেদের মধ্যে এত এত বেশি বকবক করতে থাকে যে অল্পেই তাল কেটে যায়। অনীকের মাথাব্যথা বেশি কারোকে নিয়ে নয় শুভ্র আর শুভ্রের মতন দু-একজন ছাড়া। শুভ্র পড়াশোনায় ভালো।স্বভাবেও। কথা শোনে। ফলে পড়ানোর ফাঁকে ফাঁকে শুভ্রকে গ্রহদের বিষয়টা উল্লেখ করলে শুভ্রকে বেশ কৌতুহলী শোনায়। ইউটিউবে কবে সে বৃহস্পতি আর শনিকে দেখেছিলো সেটা বলে। উৎসাহিত হয়ে অনীক আর একটু ব্যাখ্যা করতে গেলে শুভ্র মাথা নাড়ে।তারপর মাথা চুলকে বলে ' আর স্যার ওই দিনের রোলটা কিন্তু দারুণ ছিল।রাহুল দা রোল দারুণ বানায়।' তাতে হতোদ্যম না হয়েও অনীক আলোচনাটা আর একটু এগোতে চাইলে,
শুভ্র বলে, ' ওই রাহুল দা কিন্তু মেলা হলেই রোলের স্টল দেয়।বিক্রিও খুব।' অনীক ভাবছিল।না আর কিছু বলেনি।কি আর বলবে।বলার কিছু ছিলও না। ঠিকই তো রোল বানিয়ে রোজগারটা জরুরী।পড়াশোনার আর কি দরকার?পাশ করা আর এমন কি বিষয়?সমস্যাটা অনীক বোঝার চেষ্টা করছিলো।সমস্যাটা তাহলে গ্রহদের নিয়েই। অনীকের বাড়িতে সেই কবে থেকে বলেছে, ঠিকঠাক একটা স্টোন ধারণ করতে। ও মানতেই চায়নি সমস্যাটা গ্রহের।অথচ এখন…
======================
কোন্নগর, পশ্চিমবঙ্গ
ফোন: 8902418417