Click the image to explore all Offers

অণুগল্প ।। নতুন করে ।। প্রভাত ভট্টাচার্য


নতুন করে

প্রভাত ভট্টাচার্য 


     আজ সকালে বারান্দায় গিয়ে ভীষণ খুশি হল অঞ্জনা । শিউলি গাছটায় সুন্দর দুটো ফুল ফুটে রয়েছে । পাতাও গজিয়েছে বেশ ভালোই। 
    কদিন আগে গাছটা তো শুকিয়েই যাচ্ছিল । খুব মন খারাপ হয়ে গিয়েছিল তার। তারপর আবার আস্তে আস্তে করে সবুজ পাতা গজাতে লাগল,  আর এখন তো ফুলও হয়েছে । 
    অঞ্জনার খুব গাছের শখ। নানারকমের ফুলের গাছ,  বাহারী গাছ দিয়ে তার বারান্দা ভরিয়ে দিয়েছে সে। গাছের পরিচর্যা করতে তার খুব ভালো লাগে। এই সময়টাতে সে তার সব দুঃখকষ্ট ভুলে থাকে। 
    নানা সমস্যায় জর্জরিত হয়ে সে ঢুকে পড়ছিল বিষাদের কৃষ্ণগহবরে । কিন্ত এই গাছটাকে দেখে সবকিছু নতুন করে শুরু করার ইচ্ছে হল তার। ঐ গাছের মত তারও সব ঠিক হয়ে যাবে। 
    সে গান ধরল....
    এদিন আজি কোন ঘরে গো
     খুলে দিল দ্বার 
      আজি প্রাতে সূর্য ওঠা
      সফল হল কার, 
      নতুন মন নিয়ে চলতে শুরু করল সে,  সব হতাশা ঝেড়ে ফেলে দিয়ে। আর সত্যিই সে ঘুরে দাঁড়াল ঐ গাছটার মত। এটা তার জীবনে এক বিরাট পাওয়া । 
=====================

 
 
  Prabhat Bhattacharyya
 Padmalaya. Block C. Flat no..519.
   70 South Sinthee Road. 
    Kolkata...700030



  

    
   

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.