
স্বপ্ন হলেও সত্যি
আজিজ উন নেসা
স্বপন, পাশের বাড়ির মেয়ে রিনিকে প্রায়সময় চেয়ে চেয়ে দেখে। রিনিকে ভীষণ ভালো লাগে, কিন্তু মুখে কিছু বলতে পারেনা। সে'দিন ছিল ভ্যালেন্টাইন ডে।
স্বপনদের ফ্ল্যাটের জানলাগুলো আর রিনিদের ফ্ল্যাটের জানালা গুলো একদম মুখোমুখি। বিকেলের অবসরে স্বপন নিজেদের ফ্ল্যাটের জানালায় পর্দাটা হালকা করে সরিয়ে রিনিদের বাড়ির দিকে তাকিয়ে আছে.....।
রিনি ও স্বপনকে আড় চোখে দেখতে পেয়েছে, কিন্তু ও না দেখার ভান করে জানালার কাছে গিয়ে দাঁড়াবে সেই সময়, ও মা অবাক কান্ড!
রিনিদের বাড়িটা আস্তে আস্তে হেলে যাচ্ছে স্বপনদের বাড়ির দিকে। বাড়ির সবাই যখন হুড়মুড় করে সিঁড়ি দিয়ে নিচে নামছে রিনি শূন্য দৃষ্টিতে স্বপনের একদম সামনে মুখের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। দুই জনের মাঝখানে কেবল দু'টি জানলার লোহার গ্রিল।
==================
আজিজ উন নেসা
বেক বাগান, কোলকাতা