বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

রিভিউ ।। কাব্যগ্রন্থ: নয়নমনি কবি: স্বপন দত্ত ।। পাঠ-প্রতিক্রিয়া: গোবিন্দ মোদক



কাব্যগ্রন্থ: নয়নমনি  কবি: স্বপন দত্ত 

পাঠ-প্রতিক্রিয়া: গোবিন্দ মোদক




শিক্ষা ও মানবতাকে আদর্শ এবং জীবনের লক্ষ্য জ্ঞান করে যে সমস্ত কবি অনেক চড়াই-উৎরাই পাড়ি দিয়েও কৃতিত্বের সঙ্গে কাব্য সাধনায় রত আছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন কবি স্বপন দত্ত যিনি পশ্চিম মেদিনীপুরে বসবাস করে দীর্ঘ চার দশক ধরে কাব্যচর্চায় ব্রতী আছেন। ভাবজগতে বিচরণকারী এই কবির প্রতিটি কবিতা সহজেই সবার মনকে ভাবের জগতে নিয়ে যায় এবং হৃদয়কে স্পর্শ করে। তিনি তাঁর কবিতার মাধ্যমে জীবনের নানা জটিলতা, মানবিক অনুভূতি, হৃদয়ের অব্যক্ত সংলাপ যেভাবে বহুমাত্রিক ব্যঞ্জনায় পেশ করেছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে — নয়নমনি কাব্যগ্রন্থের ভূমিকায় এমনটিই লিখেছেন শ্রী মোহিনী পত্রিকার সম্পাদক ডাঃ সুদর্শন রায়।


নয়নমনি কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ — যার বহু কবিতাই জনচেতনা-উদ্রেককারী, শিক্ষণীয় এবং নীতি-আদর্শের অনুগামী। শেষ কথা, কাজের পরে ভেবো না, সময়, যুগের হাওয়া, সত্য সবার উপরে, উচিত শিক্ষা, সংযত না হলে, কবে ফিরবে দিশা … ইত্যাদি কবিতা অত্যন্ত প্রাঞ্জল এবং শিক্ষামূলক। পাশাপাশি রয়েছে বেশ কিছু ছড়াধর্মী কবিতা। যেমন তেপান্তরের মাঠে, মাকে, খোকা, ছুটি … ইত্যাদি। অন্ত্যমিলযুক্ত ছোট ছোট কবিতা রচনায় কবি যে অত্যন্ত সিদ্ধহস্ত – এ কথা বলবার অপেক্ষা রাখে না। নয়নমনি কাব্যগ্রন্থ পাঠকের নয়নের মণি হোক – এমন একটি আন্তরিক শুভকামনা জানানো যেতেই পারে বর্ষীয়ান কবিকে।

 

কাব্যগ্রন্থ: নয়নমনি

কবি: স্বপন দত্ত

প্রকাশক: মেদিনীপুর সাহিত্য সংসদ

প্রচ্ছদ: সুদীপ্তা রায়

প্রকাশকাল: ২০২৫

মূল্য - ১০০ টাকা

 

___________________________

স্বরচিত মৌলিক অপ্রকাশিত রচনা।

প্রেরক: গোবিন্দ মোদক।

সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা। 

রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। 

পশ্চিমবঙ্গ, ডাকসূচক - 741103

WhatsApp: 8653395807, Phone: 7044404333

email id: modakgobinda774@gmail.com

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.