--- ডাক্তারবাবু আজ আপনি বাজারে?
--- আসলে যে বাজার করে,সেই হরিপদ আজ আসেনি। ছোট মাছ কার কাছে ভালো পাই বলো তো?
--- আপনি আসুন আমার সঙ্গে।
--- আরে বিশু,তোর বাবাকে দেখছি না!
--- নাগো দাদাবাবু,দুদিন হলো বাবার কাশি কমছে না। খুব দুর্বল। রাতে ঠিকমত ঘুমোতে পারছে না। তাই......
--- ঠিক আছে, তুই এখন ডাক্তারবাবুকে টাটকা ছোট মাছ দে।
ডাক্তারবাবুর ছোট মাছগুলো কাটতে গিয়ে বিশুর হাতটা হঠাৎ কেটে যায়।
--- থাক থাক,আর কাটতে হবে না। ছেড়ে দে। আর শোন্, সন্ধ্যেবেলা বাবাকে নিয়ে মনে করে আমার চেম্বারে চলে আসিস। তোকেও একটা টিটেনাস দিয়ে দেবো। কোন পয়সা লাগবে না।
-----------------------------
সমাজ বসু
৫৬এ, মিলন পার্ক
কলকাতা--৭০০০৮৪