ভূত চতুর্দশীর রাতে অন্ধকারে নদীর পাড় ধরে হেঁটে চলেছি,হঠাৎ পিছন থেকে একটা কন্ঠস্বর ভেসে এল....'দাদা একটু দাঁড়ান'.....
দেখলাম এক ভদ্রলোক,বললেন ওই নদীর চরে বট গাছের কাছে তার বাড়ি।'এতো রাতে বেড়িয়েছেন যে আপনার ভয় ডর নেই দেখছি',লোকটি উত্তর দিল ' না ছোট থেকে ও বস্তুটি একেবারেই নেই বললেই চলে'।তারপর নিজের সাহসিকতার নানা গল্প অামাকে শোনাতে লাগলেন....
চলতে..... চলতে....সেই বট তলা উপস্থিত হল,একটা ভাঁঙাচোরা অন্ধকার ঘর........'এই আপনার ঘর!'
'এখানেই আজ বাইশ বছর ধরে আছি', কিন্তু আপনার সম্বন্ধে তো কিছুই জানা হল না,শুধু নিজের কথাই বলে গেলাম।'তা মশাই আপনি এত রাতে বেড়িয়েছেন কেন আর আপনার বাড়িই বা কোথায়?'........
অাজ থেকে পঁচিশ বছর আগে আমি এই বাড়িতেই থাকতাম.......নদীর ধারে ভাঁঙাচোরা বাড়িটির দিকে আঙুল তুলে দেখালাম.......!লোকটি অত্যন্ত অবাক হয়ে আমার দিকে তাকিয়ে .......
পঁচিশ বছর আগে এমনই এক ভূত চতুর্দশীর রাতে নদীর চরে ঠিক এখানেই আমাকে খুন করে পুঁতে দেওয়া হয়!.....
.....সেই থেকেই ...প্রতিবছর আজকের দিনে আমি এখানে আসি.........!!
---------------------------
আরামবাগ, হুগলী
মোবাইল নং -9474365629
.