Click the image to explore all Offers

অণুগল্প ।। স্বপ্ন পূরণের গল্প ।। অঞ্জনা দেব রায়


 
স্বপ্ন পূরণের গল্প

অঞ্জনা দেব রায়

 

অনু দেব বাড়ির ছোট মেয়ে । ছোট থেকেই খুব চঞ্চল। কিন্তু  আবহমানকাল বাঙালির ঘেরাটোপবদ্ধ সহবতে-সম্পন্ন মধ্যবিত্ত পরিবারে অনুর বড় হয়ে ওঠা । ছোট থেকেই পুতুলখেলা, ব্যাডমিন্টন, ক্যারাম, লুডো প্রভৃতি বিভিন্ন খেলায় নিজেকে আনন্দে মাতিয়ে রাখত । কিন্তু তার প্রিয় খেলা ছিল  বন্ধুদের সাথে গানের অন্তাক্ষরী খেলা । গান নিয়ে বন্ধুদের সাথে খেলতে খেলতে অনু মনে মনে সপ্ন দেখতে শুরু করল যে সে বড় হয়ে লেখাপড়া করে চাকরি করবে আর গান করে বড় মাপের সংগীত শিল্পী হয়ে প্রতিষ্ঠিত হবে যাতে  সব মানুষ এক কথায় তাকে চিনতে পারে ।

অনুর স্কুলে লেখাপড়ার সাথে সাথে গানের তালিম চলছিল গুরুর কাছে । তারপর  ক্রমশ স্কুল ও কলেজের পরাশুনার পাঠ শেষ করে চাকরির চেষ্টা করছিল এবং তার সাথে রেডিওতে গান করা ও বিভিন্ন প্রোগ্রামে গানের অনুষ্ঠানও  করছিল ।  অনু আনন্দের সঙ্গে ভাবতে লাগল যে তার স্বপ্ন পূরণের দিকে একটু একটু এগিয়ে যাচ্ছে । কিন্তু হঠাৎ করে  অনুর বাবা ভাল ছেলে দেখে অনুর বিয়ে ঠিক করে ফেলল ।  বাবার মতের বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা  অনুর ছিল না ।

বিয়ের পর নতুন জীবনে প্রবেশ করে  অনু ভেবেছিল তার স্বপ্ন আর সার্থক হবে না । কিন্তু অনুর স্বামী খুব ভাল মানুষ । অনুর গানের তালিমের জন্য  ভাল গুরুর কাছে নিয়ে যেত । ফলে গানের চর্চা অনুর ভালই চলছিল ।  কিন্তু  কিছুদিন পর সংসারের বিভিন্ন কারণে গান বন্ধহয়ে গেল আর চাকরি করাও হয়ে ওঠে নি । অনু  মনে খুব দুঃখ কষ্ট নিয়ে থাকতে লাগল ।

অনুর স্বামী সাহিত্যচর্চা করত বলে বাড়িতে প্রচুর গল্পের ও কবিতার বই থাকত । সংসারের কাজের ফাঁকে বিভিন্ন লেখকের গল্পের বই ও কবিতার বই পড়তে পড়তে  অনুর মধ্যে গল্প ও কবিতার প্রতি একটা ভাললাগা তৈরি হয় এবং অনুর মনের মধ্যে আস্তে আস্তে  নুতুন স্বপ্ন জাগ্রত হয় ।  অনুর মনের নতুন স্বপ্ন হল নিজে গল্প , কবিতা ও ছড়া লিখে অর্থাৎ লেখিকা হয়ে সমাজে প্রতিষ্ঠিত হবে এবং সব মানুষের মনের মধ্যে নিজের পরিচয় গড়ে তুলবে ।

শুরু হল অনুর লেখা আর সেই সব লেখা বিভিন্ন পত্র পত্রিকায় ও অন লাইন ই ম্যাগাজিনে প্রকাশিত হতে লাগল । অবশ্য এ ব্যাপারে তার স্বামী তাকে খুব সাহায্য করত । আস্তে আস্তে অনুর নিজের সব লেখা নিয়ে  কাব্যগ্রন্থ ও গল্পের বই বেরোতে লাগল । এইভাবে অনু তার নতুন স্বপ্ন নিয়ে  মনের খুশিতে নতুন সৃষ্টির জগতে এগিয়ে যেতে লাগল ।   আর অনুর মনের ইচ্ছা হল যে পৃথিবীতে যতদিন থাকবে ততদিন সে  সংসার সামলে  তার নতুন স্বপ্নকে প্রতিষ্ঠিত করবার জন্য অনেক সুন্দর সুন্দর লেখা লিখে যাবে। 
                                                                         ----------------- 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.