অবিকল
আব্দুস সাত্তার বিশ্বাস
আমার এক বন্ধুর বিয়েতে আমি বরযাত্রী এসেছি। বউ দেখতে খুবই সুন্দরী। নাম নার্গিস।
বরযাত্রী এসে আমি একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি। সেখানে আমার সাথে আমি আর আমি ছাড়া আর কেউ নেই।
অতএব আমি সেখানে দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়ে টানছি। যদিও বিড়ি, সিগারেটে আমার খুব
একটা আসক্তি নেই। শুধু বন্ধু দিয়েছে তাই।
যাইহোক, তখনই আমার ঘাড়ে একটা টোকা পড়ে---আমি ওদিকে খুঁজে খুঁজে হয়রান হচ্ছি, আর তুমি এখানে---
কণ্ঠটা শুনে আমি তার দিকে সোজা হয়ে দাঁড়ালাম---আমায় বলছেন!
লাল ঠোঁট আর পরনে ঝলমলে পোশাকে সুসজ্জিতা মেয়েটা তখন আমায় বলল---সরি! আপনাকে দূর থেকে আমার স্বামী ভেবেছিলাম। আপনি অবিকল আমার স্বামীর মতো দেখতে।
---তাই?
---হ্যাঁ।
মেয়েটা এরপর চলে গেলে আমি তার চলে যাওয়াটা মুগ্ধ হয়ে তাকিয়ে দেখলাম।
-------------
ঠিকানা:-আব্দুস সাত্তার বিশ্বাস
গ্রাম+পোস্ট:-সারাংপুর খাসপাড়া,
থানা-ডোমকল, জেলা-মুর্শিদাবাদ।