চাঁপা যায় আলোর পথে
অষ্টপদ মালিক
এ পাড়ার ডাকাবুকো মেয়ে চাঁপা । খুব ছোটবেলায় তার পড়াশোনায় হাতে খড়ি টুকু হয়েছিল । ভালো-মন্দ বিচার বুদ্ধি তার কম নয় । চাপার বয়স এখন চল্লিশ পার হয়ে গেছে সে অনেকের কাছে তার ছেলেবেলার দুঃখের কথা বলে বেড়ায়। চাঁপা খুব গরীব ঘরের মেয়ে যার দুবেলা পেটপুরে ভাত মুড়ি জুটত না তার আবার পড়াশোনা ! পাড়ায় শিক্ষার আজ প্রথম দিন। চাঁপা তার নাতনিকে সঙ্গে করে নিয়ে এসেছে । দু'বছর করোনা আর লকডাউনে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের পড়াশোনা লাটে উঠেছে । এখন ওই সব ছেলেমেয়েরা ঘরবন্দি হয়ে দৈহিক মানসিক ও সামাজিকভাবে বিপর্যস্ত ! চাঁপা বলে তবু ভালো পাড়ায় শিক্ষা চালু হলো । লেখাপড়া না শিখলে ভবিষ্যৎ যে অন্ধকার ! চাঁপা যে পাড়ায় থাকে সেখানকার বেশিরভাগ অভিভাবক অভিভাবিকা নিরক্ষর এবং খুবই গরিব । ছেলেমেয়েদের পড়াশোনা করে ভালো মানুষ করে গড়ে তোলার সচেতনতার খুবই অভাব । এখন থেকে চাঁপা পাড়ায় সব ছেলেমেয়েরা যাতে পড়াশোনা করে তার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছে । সে আজ থেকে পাড়ায় পাড়ায় ঘুরে বেরিয়ে শুধু লেখাপড়া শিখে সবাইকে মানুষ হবার কথা বলে । পাড়ায় শিক্ষা শুরু হতে চাঁপার মুখ থেকে শিক্ষার আলো ছড়িয়ে পড়তে লাগলো ।
--------------------------
অষ্টপদ মালিক
পাঁচারুল, হাওড়া-৭১১২২৫
মোবাইল-6295 32 1758