কখনো কখনো
কখনো কখনো খারাপ কিছুর বাইরেও ঘটে।কোনো সুখের তুলতুলে স্মৃতির টিকটিকির লেজের মতন চেতনে খসে পড়া কিম্বা কোনো ধুপের সুগন্ধ তা সে প্রতিবেশির বাড়ি থেকেই আসুক কিম্বা কোনো এলেবেলে বাসন্তী বিকেলে আনকোরা হাওয়ায় ক্লান্তি ভোলানো ঢুলুনি। সুকান্তর ফোনটাকে পুষ্পেন এদের সাথে এক তালিকায় রাখবে কিনা ভাবছে।সুকান্তই পুষ্পেনের বদলির খবরটা প্রথম দিল।এটা পুরোপুরি অপ্রত্যাশিত ছিল।অফিস আর ইউনিয়নের রাজনীতির প্যাঁচে পুষ্পেন বদলির আশা ছেড়ে সব কিছু মেনে নিয়েছিল শীতল উদাসীনতা নিয়ে যেন কিছুই ঘটেনি।আচমকা বদলির খবরে ভালো লাগলেও প্রতিক্রিয়া দেওয়ার মতন অভিব্যক্তি ঠিক করে উঠতে পারছিল না আয়নায় নিজেকে দেখে।সুকান্ত যদিও ততক্ষণে বন্ধুসুলভ আবদারের সুরে কি কি খাবে তার তালিকা পুষ্পেণকে দিয়ে ফেলেছে।পুষ্পেণও বেশ হেসে হেসে 'হবে হবে ' 'বেশ বেশ' বলে ঘরময় দৌড়তে থাকা ছোট্ট ছেলে পারিজাতের কোঁকড়ানো চুলে হাত বুলিয়ে পত্নী ব্রততীকে খবরটা জানাতে গিয়েও ভাবে খবরটা আগের উল্লিখিত তালিকার অন্তর্ভুক্ত হবে কিনা।কেননা, বদলির খবরের পাশাপাশি মুচকি হেসে সুকান্ত এটা জানাতেও ভোলেনি কিভাবে ওর বদলির মূল কারিগর অনুপ বাবু।তিনি ব্যাংকের বিরাট অফিসার হওয়ার পাশাপাশি তাঁর মন্ত্রী মহলে বিশেষ পরিচিতিও আছে।অনুপ বাবুর স্ত্রী অন্তরা।অন্তরা পুষ্পেণের প্রাক্তন প্রেয়সী।ব্রততীকে কি খবরটা সে আদৌ এখন দেবে?
প্রতীক মিত্র
12a, supti mitra sarani, konnagar, hooghly, pin : 712235
Phone: 8902418417