অ্যাপয়েন্টমেন্ট লেটার
তনুশ্রী সরকার
আজ গতরাতের অস্তমিত আধারে কুসুমিত ভোরের অরুণ মাথা চাড়া দিয়ে জেগে উঠে আলোর সুবাস বিকিরিত করল হাটখোলা গ্রামের সর্বত্র, জয়তীর স্বপ্নে মগ্ন চোখ দুটো পাপড়ি মেলল কোন এক সুদূর জগত থেকে ফিরে এসে কোন এক অনাবিল আনন্দ ধ্বনির অনুরণন শুনতে শুনতে ।বাবাকে হারিয়েছে বছর তিনেক হল। একা অসুস্থ মাকে নিয়ে কম লড়াই করেনি। বেঁচে থাকার রসদ জোগাড় করতে কত মানুষেরই অচেনা মুখোশ খুলে গেছে ।তবু ও দমেনি,থামেনি।মা কখন জয়তীর পাশে এসে বসেছে খেয়ালি করেনি। মা আদরের সুরে বলে 'কিরে বেরোবিনা আজ? ' 'হ্যাঁ, ব্যাগ গুছিয়ে নাও।' 'কিন্তু, তুই তো প্রতীপের কাছে যাবি।'আমি উত্তর পেয়ে গেছি,কাল বাবাকে দেখেছি,আমরা শিলিগুড়ি যাচ্ছি।' জয়া বলে ,'কিন্তু এত ভাল ছেলে ---'আমি বেছে নিয়েছি তোমাদের স্যাকরিফাইস।ওর জন্য তোমাকে কষ্ট দিতে পারবনা।'মারে জানি কাজের চাপে বছর তিনেক যোগাযোগ হয়নি তোদের ।তা বলে?''আমার কাছে তিন বছর অনেক অনেক সময় ।এই নাও আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার' ।জয়া জয়তীর মুখের মাঝে শান্তির আভাস পেল- - কৃষ্ণচূড়ার রাঙা শাখা ভরে সুরধ্বনি বয়ে আনল সিক্ত সুবাস - - -পিউ কাঁহা- - -