Click the image to explore all Offers

রম্যরচনা ।। প্রদীপ দে



 
হেসো না বিপদ আছে!
                প্রদীপ দে


কত যে কথাই না শুনলাম, সেই ছোটবেলা থেকেই শুনে আসছি মুখভর্তি হাসি লেগে থাক -দুঃখু দুঃখু ভাব যেন একেবারেই না থাকে। 

শিক্ষক, ডাক্তার , পরামর্শদাতা,  উপদেষ্টার মুখে সেই একটি ই কথা --  সব সময়েই হাসি মুখে থাকবে কোন রোগ বালাই থাকবে না। আর মনে রাখবে হাসিমুখে সব কাজ সহজেই সমাধা হয়। হাসিমুখের জয় সর্বত্রই। 

চাকরি নেই -আয় নেই - গুরুজন অসুস্থ কি করে হাসি মুখে থাকি?

ছেলের বাড়ির হাসিমুখো মাষ্টারমশাইকে খুব কষ্ট করে হাসিমুখে বললাম -- স্যার এ মাসে মাইনেটা যদি মাফ করে দেন?

মাষ্টারের হাসি নিমেষে মিলিয়ে গেল, ক্ষেপে গেলেন -- হাসতে আপনার লজ্জা করছে না?

আর একদিন নামী দাঁতের ডাক্তারের কাছে গিয়ে হাসিমুখে বললাম -- ফিসটা যদি না নেন ভাল হয়!

এমন রাগ আমি বাপের জন্মেও দেখিনি -- রোগ হয়েছে আর টাকা খরচ করবেন না - দাঁত কেলাচ্ছেন - দাঁতকেলানী?

বাড়ি সংক্রান্ত কাজে পরামর্শ নিতে রাজনৈতিক এক নেতার কাছে গেছিলাম। নমস্কার জানিয়ে হেসো মুখে বেরিয়ে আসছি, উনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন -- কি হলো? মাল ছাড়ো ?

আমি যেন কিছুই শুনিনি এমনভাব করে হেসেই দরজা ঠেলে বাইরে বেরিয়ে পড়লাম। ভিতর থেকে আমার উপর গর্জন বর্ষিত হলো -- হেসো না বাইরে বিপদ আছে!

হাসতে হাসতেই মিনিটের মধ্যেই রাস্তায় পড়লাম আর খপাত করে জামার কলার একজন ষন্ডামার্কা লোকের মুষ্টিবদ্ধ হলো....।

লোকটিকে আমি চিনতাম, ভয়ে আমার মুখের হাসি মিলিয়ে গেল , আগেও শুনেছি ওর নাম -- ' বিপদ ' !
---------------------------

প্রদীপ দে ~

প্রদীপ কুমার দে
বিরাটী আবাসন
এল আই জি -৯
এম বি রোড
নিমতা
কোলকাতা -৭০০০৪৯
মোবাইল -৮০১৭২৬৭৬২৬

PRADIP KUMAR DEY
Birati Housing Estate
LIG - 9
M.B.ROAD.
NIMTA
KOLKATA - 700 049
West Bengal
INDIA
Mobile - 8017267626

   

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.