বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

অণুগল্প ।। এক্স-ওয়াই ফ্যাক্টর ।। দেবশ্রী সরকার বিশ্বাস

 

 এক্স-ওয়াই ফ্যাক্টর 
 দেবশ্রী সরকার বিশ্বাস
 
 
আবার সন্তানসম্ভবা সোনালী, আগের দুবার কন্যা সন্তানের জন্ম দিয়েছে সে। তাই উঠতে-বসতে কথা শুনতে হয় শাশুড়ির কাছে!
 
 অনলাইন ক্লাস চলছে, কলেজে জুলজির অধ্যাপক অপূর্ব।খুব সুন্দর ভাবে অপূর্ব ব্যাখ্যা করতে থাকে সন্তানের লিঙ্গ নির্ধারণ পিতার উপরেই নির্ভর করে, মায়ের এতে কোন দায় থাকেনা। সোনালীর মনে হয় "কি ভালো বোঝায় অপূর্ব, মাকেও তো কখনও বোঝাতে পারে!" আসলে এই পুরুষ তান্ত্রিক সমাজে নারীর ঘাড়ে সব দায় চাপিয়ে নিজেকে দায়মুক্ত রাখাই শ্রেষ্ঠ পন্থা।
---------------------

আরামবাগ, হুগলি

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.