বিজ্ঞপ্তি
লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫
নভেম্বর ২১, ২০২৪
প্রেমের নাম বহতা নদীবিশ্বজিৎ রায় চৌধুরীদিগন্তে আকাশের নীলিমার আঁচলে আঁকাবাঁকা ঘন সবুজের সমারোহে উজ্জ্বল লাল আভা , ওরই ফাঁকে অবস্থান খুঁজে অসংখ্য পাপড়ি মেলেছে হলুদ রাঙা প্রেম । শিমূল , পলাশ , কৃষ্ণচূড়া , রাধাচূড়ার প্রেম । জড়াজড়ি , গলাগলির আদিখ্যেতা । নদী তীরে হাওয়ার হুটোপুটি । মৃদু মৃদু শীতল পরশ ।রিসর্টটা এগিয়ে এসেছে নদীর বুকে । সাথে বাঁধা রয়েছে অগুন্তি ছিপ , পানসি তরী । কিংবা সুইমিং বোট । দূর থেকে বহুদূরে দখিনা দিগন্তে ছুঁয়েছে নদী প্রকৃতির মিশ্রিত বিযুক্ত ভুমি ।রিসর্টে ট্যুরিস্টরা এসময়ে বাসন্তিক অবকাশ যাপনে মিলন সুধায় অভিসিঞ্চিত হয় । জোড় বেঁধে মন দেওয়া নেওয়ার কুহেলী মায়ায় জড়ায় । মনের সাথে মনের , শরীরের সাথে শরীরের ঘনিষ্ঠতা যেন নিবিড়তর হয় এমন পরিবেশে । এ পরিবেশ যেন বিমূর্ত প্রেমের শৈল্পিক এক নিবিড় প্রেম যমুনার কৃষ্ণ - রাধার প্রেম কুঞ্জ । এখানে নর - নারী মুখরিত ভালোবাসার গুঞ্জনে ।প্রকৃতি রচনা করে বিদগ্ধ প্রেমসিক্ত পটভূমি । যেন মুহুর্মুহু আহ্বান জানায় , এসো , এসো হেনগরনন্দন , এসো হে নগরনন্দিনী , এসো সগৌরবে প্রেমকূজনে মত্ত হও ।এই রিসর্টে বেশ কয়েকদিন হয়ে গেল তমাল ও মিশার । মানে মধুযামিনী যাপন যা বিরামহীন দিন কয়েক । এখনো মিশার অঙ্গে প্রলেপিত হয়ে আছে তাজা রক্তিম সিঁদুরের আভা । শুধু কপালের ওপর কেশ বিভাজিকার মধ্যদেশেই নয় , অঙ্গাভরনের তন্তুতে তন্তুতে , অঙ্গসৌষ্ঠভের তন্ত্রীতে তন্ত্রীতে নব বধুর বিবাহ শ্রী ছড়িয়ে রেখেছে নিদর্শন । আর তমালের প্রতিক্ষণ ভরিয়ে দিচ্ছে স্নিগ্ধ পারফিউমের সুগন্ধ ।মুল্যবান বেনারসী ছেড়ে আলনায় ঝুলিয়ে রেখেছে মিশা । দুধে আলতা রঙের জামদানী শাড়ী পরে বেগনী রঙের ব্লাউজে ফর্সা গা ঢেকে আপ্রাণ সাজসজ্জায় চেষ্টার ত্রুটি রাখেনি সে ।তমাল মেরুন রঙের ব্লেজার আর নীল রঙের জিনসের ট্রাউজার ।এখন ওরা রয়েছে মাঝ নদী বক্ষে , যুগল ভ্রমনের পানসি চড়ে । মাঝি ঐসী হেঁইয়ো , দাঁড় টানো জোয়ান হেঁইয়ো না বলে নিশ্চুপ পেশীবলে দাঁড় টেনে ভরা গাঙের মাঝ দরিয়ায় পানসি ঘুরিয়ে ঘুরিয়ে নৌকাবিহার মগ্ন ।বসন্তের দখিনা সুপবন নদীর ছোট ছোট ঢেউয়ের সঙ্গে জলকেলি করতে করতে ঝিরঝির ছন্দে উড়িয়ে নিচ্ছিল মিশার পিঠের ওপর আলুলায়িত চুলের সাজ । মিশার আরক্ত কপালের চন্দন রঙা টিপের ওপর , গোলাপী দু'গাল বেয়ে , লালে লাল দু'ঠোঁটের ওপর আদুরে পরশ বুলিয়ে হাওয়ায় উড়ছিল হালকা সে চুলের গাছি । কি অপরূপ শোভা ওর সর্বাঙ্গে যখন শেষ বিকেলের পশ্চিমে ক্রমশঃ ঢলে পড়া সূর্যের আলো মাখামাখি করে খেলা করছিল ।তমাল ওর বিপরীত পাটাতনে বসে সব লক্ষ্য করছিল । ওর চোখ অবশ্য সানগ্লাস । সেটা খুলে বাঁ হাতের মুঠিতে ধরে ডান হাত দিয়ে মিশার এক হাত ধরে টানল নিজের কাছে ।মিশা সলজ্জ কন্ঠে বলল , " আ : কি হচ্ছে এসব , সবাই দেখতে পাবে তো । "তমাল মৃদু হেসে বলল , " এখানে সবাই থাকলে তো । এখানে কেউ নেই । শুধু তুমি আর আমি । কেউ দেখতে পাবে না । "বলে মিশাকে জড়িয়ে ধরে আদরে সোহাগে উন্মাদ করে দিতে লাগল । মিশার উত্তুঙ্গু দু'টি স্তনের বাদামী বৃন্ত বারবার বিঁধে যেতে লাগলো তমালের বুকের খোলা জায়গায় , মুখে - গলায় ।মিশার দু'টি ঠোঁটের সবটুকু সুধা শুষে নিতে কার্পন্য করল না তমাল । দু'জনের হৃদয়ের পাঁজড়ের খাঁজে দু'টি হৃদয়ের স্পন্দন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে বৈকালিক প্রমোদ বিহারে ।কি যেন হয়ে গেল পানসির দোলায় । কাত হয়ে উল্টে গেল মুহুর্তে ।" মি ... শা.......আ..... আ..., মি ...... শা ...... আ ..... আ......... , মি........শা ....... আ.........আ....আ ..........। "তমাল চিৎকার করে ঝাঁপিয়ে পড়ল নদীর জলে । সে দক্ষ সাঁতারু । পাকড়ে ধরল মিশার শরীর । মিশা তখন সম্পূর্ণ সমর্পন করে দিয়েছে নিজেকে তমালের জিম্মায় । ওদিকে পানসিটাকে ভাসিয়ে নিয়ে মাঝি ঐসী প্রাণপন সাঁতার কেটে টেনে নিয়ে চলল তীরের দিকে ।সূর্য ওদিকে অস্তাচলে । নদীর অতল জলে রক্তিম বর্ণচ্ছটা ঢেলে দিচ্ছে আবীর রঙ । নদী পাড়ের রিসর্টের সাঁকোর অনতি দূরে মিশাকে সাঁতরে তীরে তুলল তমাল ।* * * * *রাত আটটা । রিসর্টের আরাম কক্ষে শায়িত মিশা । হট প্যাড জোগাড় করে প্লাগে লাগিয়ে মিশার সর্বাঙ্গে উষ্ণ সেঁক দিতে ব্যাস্ত তমাল । নগ্ন মিশাকে উষ্ণ আদর ভালোবাসায় ভুলিয়ে দিতে চাইছে তমাল । ঘটে যাওয়া ভয়ংকর ঘটনা যেন স্মৃতি হয়ে না থাকে ।সমাপ্ত