অণুগল্প ।। নষ্ট ।। অদিতি ঘটক
মালা নেবে গো... মালা......মালা নেবে..
লোকটা সপ্তাহের নির্দিষ্ট দিন পাড়ায় পাড়ায় হাঁক পাড়ে।
অনেকেরই পুজোর জন্য মালার দরকার হয়। কেউ পিতৃপুরুষের ছবিতে মালা দেয়। কেউ শুধু মাত্র ঘরে টাটকা ফুলের সুগন্ধের লোভেও কেনে। শুভা এ পাড়ায় নতুন। সত্যি বলতে কি এই মফস্বলেই 'ও' নতুন। সদ্য কলকাতার ব্রাঞ্চ থেকে এই আধা শহরের বেসরকারি ব্যাংকের এসিস্টেন্ট
ম্যানেজার হয়ে এসেছে। আসার দুদিন পরই লোকটাকে শুভাঙ্গিনী দেখেছে।
শুভা জিগ্গেস করে তাহলে পরদিন মালার দাম নেবে ?
লোকটা হাসে, বলে মালা গুলো ফ্রি। শুধু গুনে গুনে পোকা দিতে হবে।
শুভা আরও অবাক হয়ে যায় টাটকা মালায় পোকা আসবে কোথা থেকে ? আর কেনো ?
লোকটা যেন মনের কথা ধরে ফেলল। বলে, আসবে, অনে..ক পোকা আসবে। অযথা চিন্তা করবেন না। নিশ্চিন্তে ঘুমোন।
লোকটা একটা লোভ ধরিয়ে দিয়েছে শুধু তাই নয় লোকটার কথার মধ্যে যেন কোনো জাদু আছে। যে নির্দেশ দিচ্ছে সেটা মানতে ইচ্ছে করছে। "যত পোকা তত ইনাম।" শুভা রাত জেগে ঘুমে ঢুলে আসা চোখ জোর করে খুলে সজাগ হয়ে বসে থাকে, কটা পোকা বের হল---
################################
চিত্রঋণঃ ইন্টারনেট।