বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

অণুগল্প ।। নষ্ট ।। অদিতি ঘটক





 

 

 

 

 

 

 


 

 মালা নেবে গো... মালা......মালা নেবে..

  লোকটা সপ্তাহের নির্দিষ্ট দিন পাড়ায় পাড়ায় হাঁক পাড়ে।



    অনেকেরই পুজোর জন্য মালার দরকার হয়। কেউ পিতৃপুরুষের ছবিতে মালা দেয়। কেউ শুধু মাত্র ঘরে টাটকা ফুলের সুগন্ধের লোভেও কেনে। শুভা পাড়ায় নতুন। সত্যি বলতে কি এই মফস্বলেই '' নতুন। সদ্য কলকাতার ব্রাঞ্চ থেকে এই আধা শহরের বেসরকারি ব্যাংকের এসিস্টেন্ট
ম্যানেজার হয়ে এসেছে। আসার দুদিন পরই লোকটাকে শুভাঙ্গিনী দেখেছে।



এত সুন্দর টাটকা মালা নিয়ে এসেছিল যে শুভার দোতলার ঘরের ভেতর অবধি গন্ধে ভরে গিয়েছিল,তখনই গন্ধের উৎস খুঁজতে বারান্দায় এসে লোকটার দেখা পায়। ভারি অদ্ভুত। ওত সুন্দর টাটকা মালা নিয়ে আসে কিন্তু বেচার গরজই করেনা আর পাড়াটাও কেমন অদ্ভুত। ফুল, মালার গন্ধে পাড়া '' '' করছে অথচ পাড়ার প্রায় সব বাড়ির জানলা, দরজা বন্ধ। সবারই


তো কম বেশি মালার দরকার হয়। পাড়া টা দেখেও মনে হয় না যে লোকগুলোর ক্রয় ক্ষমতা নেই। স্বচ্ছলই বলা চলে। শুভা অফিস যাওয়া বা ফেরার পথে পাড়ার অনেককেই ফুলের দোকানে কি ফুলের প্যাকেট হাতে বাড়ি ঢুকতে দেখেছে। শুভা মালা নেওয়ার জন্য লোকটাকে ডাকে। কটা গাঁদার মালা কেনে। লোকটা বেশ কটা টাটকা রজনীগন্ধার মালা দিয়ে বলে এগুলো রেখে দিন।


পয়সা লাগবে না। শুনে শুভা বিস্মিত হয়ে যায়। এতগুলো রজনীগন্ধার মোটা মালার দাম কম করে দুশো টাকা। লোকটা  একটা পয়সা না নিয়েই দিয়ে দিচ্ছে ! শুভা কিছু বলার আগেই লোকটা অদ্ভুত এক শর্তর কথা বলে।


বলে পরদিন বলতে হবে কতগুলো পোকা বের হয়েছে। আর সত্যি কথা বলতে হবে। তাহলে ইনাম পাবে। যত পোকা তত ইনাম।



 শুভা জিগ্গেস করে তাহলে পরদিন মালার দাম নেবে ?

 লোকটা হাসে, বলে মালা গুলো ফ্রি। শুধু গুনে গুনে পোকা দিতে হবে।



 শুভা আরও অবাক হয়ে যায় টাটকা মালায় পোকা আসবে কোথা থেকে ? আর কেনো ?



 লোকটা যেন মনের কথা ধরে ফেলল। বলে, আসবে, অনে.. পোকা আসবে। অযথা চিন্তা করবেন না। নিশ্চিন্তে ঘুমোন।



 লোকটা একটা লোভ ধরিয়ে দিয়েছে শুধু তাই নয় লোকটার কথার মধ্যে যেন কোনো জাদু আছে। যে নির্দেশ দিচ্ছে সেটা মানতে ইচ্ছে করছে। "যত পোকা তত ইনাম।" শুভা রাত জেগে ঘুমে ঢুলে আসা চোখ জোর করে খুলে সজাগ হয়ে বসে থাকে, কটা পোকা বের হল---

################################

  চিত্রঋণঃ ইন্টারনেট।



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.