বিজ্ঞপ্তি
লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫
নভেম্বর ২১, ২০২৪
সমীর কে গল্প লেখার জন্য 'কাকতালীয়' পত্রিকার সম্পাদক ফোন করেছিলেন।এখন তো উপন্যাস, বড় গল্প ,ছোটো গল্প, লেখা এবং পড়ার যুগ চলে গেছে।এখন অনু গল্পের যুগ, পরমানুতেও যেতে হতে পারে শীঘ্রই।।সমীর পড়েছিল , পরমাণুরথেকেও ক্ষুদ্রকায় কিছু আছে।
লেখা এবং পড়ার বাইরেও যদি গল্প হতে পারে তাহলে পাঠক আর লেখকের তো দিন শেষ।
এক ই ব্যাপারে প্রকাশক এবং সম্পাদক সমাজ বিশেষ চিন্তিত।।
বিজ্ঞানী রা কি গল্প পড়েন ? মনে তো হয় না।।
সমীর একটা কালো কাগজে সাদা কালিতে লিখল, আজকের গল্প
"অন্ধকারে ঢাকা"।।
সম্পাদক সূচিপত্রে লেখক সমীর রায়ের পাশে লিখলেন "অদৃশ্য গল্প"।।