Click the image to explore all Offers

অণুগল্প ।। মেয়েটা বড়ো হয়ে গেল! ।। গোবিন্দ মোদক

 



মেয়েটা বড়ো হয়ে গেল!

গোবিন্দ মোদক

 


নিরুপমাদেবীর শরীরটা আজ খুব অসুস্থ। কিন্তু তার কর্তা সেদিকে দৃষ্টিপাত ও কর্ণপাত না করে অফিসে চলে গেলেন। কিছুক্ষণ বাদে ছেলেটা বলল- মা আসছি। আমার খেলা আছে। ফিরতে দেরী হবে। 


পিউ এতক্ষণ ঘটনাগুলো দেখছিল। সে দশ বছরের মেয়ে হলে কি হবে, যা বোঝবার তা সে এর মধ্যেই বুঝে নিয়েছে। সে পড়া ছেড়ে উঠে এলো। তারপর মাকে দেখল। তারপর আঙুল তুলে বলল- মা তুমি চুপ করে বসে থাকবে আজ। সারাদিন কিচ্ছুটি করবে না। যা করবার আমি করবো। 


– সে কি রে! আমি না করলে তোদের খাবার হবে কি করে! 


– সে সব আমি বুঝবো। শোনো, কোনও কথা চলবে না! এই বলে আবার আঙুল তুলে মাকে কিঞ্চিৎ শাসিয়ে পিউ কাজে লেগে পড়ল আর নিরুপমা দেবী চেয়ারে বসে ব্যথা সহ্য করতে করতে মেয়ের অপটু অথচ দৃঢ়প্রতিজ্ঞ কর্মকাণ্ড দেখতে লাগলেন। 


দুপুর গড়িয়ে গেল, বিকেল এলো। সবাই বাড়ি ফিরলো। দেখা গেল অপটু হাতে সবার পাতে ভাত, ডাল, ডিম সিদ্ধ বেড়ে দিচ্ছে পিউ।


নিরুপমা দেখে অবাক – এতোটুকু মেয়েটা একদিনে এতোটা বড়ো হয়ে গেল! নিরুপমার বুকের ব্যথাটা চিনচিন করে উঠলেও চোখের কোণায় এসে গেল আনন্দাশ্রু।


=======================

স্বরচিত মৌলিক অপ্রকাশিত অণুগল্প। 

প্রেরক: গোবিন্দ মোদক। 

সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা। 

রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। 

পশ্চিমবঙ্গ, ভারত, ডাকসূচক - 741103






Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.