ফুলশয্যা নয় কালরাত্রি
সিরাজুল ইসলাম ঢালী
শ্রী রাখালরাজ মুখার্জী ।খড়গপুরের স্টেশন মাষ্টার । বয়স ছেচল্লিশ হবে । লম্বায় সাড়ে ছয় ফুট । ওজন একশ এক কেজি । ফর্সা । মিষ্টি মুখশ্রী । একদম সুপুরুষ । রেলের ডিউটি নিয়েই রাতদিন কেটে যায় । কখনো সকালে কখনো বিকালে, আবার কখনো রাত্রি, ডিউটির যেন মা বাপ নেই !
রেল কোয়ার্টারেই একার সংসার । কাজের মেয়ে বলতে এক আদিবাসী বিধবা মহিলা । মঞ্জুরানী । কৃষ্ণ বরণ, কালো হরিণ চোখ । তিনকুলে কেউ নেই । প্লাটফর্মের টী-স্টলের মালিক মদন
মোহন সরদার মঞ্জুরানীর পালক পিতা । ঘটা করে মেয়েকে বিয়ে দিয়েছিলেন । কিন্তু ফুলশয্যার রাতেই সন্ত্রাসবাদীদের হাতে মঞ্জুরানীর স্বামীর মৃত্যু হয় । এখন মঞ্জুরানীর বয়স আটত্রিশের একটু বেশী হবে । কিন্তু দেখলে মনে হবে আটাশ । সুগঠনা নারী । মি: মুখার্জীর কোন দিকে খেয়াল থাকে না । সবটাই মঞ্জুরানী সামাল দেন । সেদিন শনিবার । ঝড় বৃষ্টি হচ্ছে । সন্ধ্যা নামছে । গরম গরম চা আর বাদামী করে ভাজা বেগুনি নিয়ে মি: মুখার্জীর সামনে হাজির মঞ্জুরানী । তিনি বললেন,
--- বিকালে আপনার ডিউটি নেই, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, তাই আপনার জন্য গরম গরম জলখাবার নিয়ে এলাম, এখনই খেয়ে নিন ।
--- টেবিলে রাখুন । খেয়ে নিচ্ছি । মি: মুখার্জীর ছোট্ট উত্তর ।
তারপরে অন্যান্য বারের মত হাজার কথা হাজার গল্প । এক কথায় মিষ্টি মধুর আলোচনা । সবশেষে মি: মুখার্জীর বিবাহ সংক্রান্ত আদ্যপান্ত সত্য বিবরণ দিলেন । সব শুনে মঞ্জুরানী হতবাক্ । শুধুই অবাক হয়েই উভয়ে মুখোমুখি বসে রইলেন অনেক টা সময় !
তারপরে ? পদ্মা গঙ্গা দিয়ে প্রেমের বন্যা বয়ে গেল । এবার সমাজ মান সম্মানের প্রশ্ন ! তাই পুনর্বার মহাসমারোহে মদন বাবু মঞ্জুরানীর বিয়ে মি: মুখার্জীর সঙ্গে পাকা করলেন । শুভ দিনে বিবাহ সুসমপন্ন হল । নিয়মানুযায়ী বৌভাত হয়ে গেল । এবার ফুলশয্যার রাত শুরু । আত্মীয় স্বজনে পরিপূর্ণ বাড়ি । হঠাৎ বিঘ্ন ঘটল ! রাত তখন প্রায় দু'টো । বিনামেঘে বজ্রপাত ! দস্যুরানী ফুলনদেবীর মত হঠাৎ উপস্থিত হলেন কলকাতার রসগোল্লা মিসেস্ উর্মিমালা চ্যাটার্জী । সঙ্গে লালবাজার থানার একদল পুলিশ সহ পুলিশ অফিসার ।
মিসেস্ চ্যাটার্জী চিৎকার করে উঠলেন,
--- কোথায় মি: মুখার্জী ? ফুলশয্যায় আগুন জ্বালিয়ে দেবো, ঘর থেকে বার হয়ে আসুন, আমার সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে, কোথায় আস্ত জানোয়ারটা ? বিয়ে করে আজ আবার ফুলশয্যা করছেন ?
মুহূর্তে গোটা বাড়িতে দু:খ নেমে এলো । মি: মুখার্জী এখন লালবাজারের শ্রীঘরে ।
===================
যোগাযোগ : Sirajul Islam Dhali
Ph. : 9007080045
Wap : 9007080045
Address : 1,Purbayan, Subhasgram, Sonarpur,
Kolkata-700147
Dated: 19.07.22
....