নিরুদ্দেশে হারানো দিদির উদ্দেশে চিঠি
অজিত কুমার বাগ
আমার হারিয়ে যাওয়া মমতাময়ী
দরদী রাঙাদি'-!
আজ প্রতিটি বিজন স্বর্ণালী গোধূলিবেলায় এ-জীবনে ভুলতে-না-পারা তোমার সাথে শেষ-দেখার সেই অবিস্মরণীয় স্মৃতি বড্ড মনে পড়ে !
৫-ই জুলাই ১৯৬৮ সাল। বিকেল বেলা। তোমার আহ্বানে তোমাদের বাড়িতে সেই প্রথম উপস্থিত হই একজন অচেনা অতিথি হিসেবে। ঘন্টা দুই সময়ের এক অনিন্দ্যসুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম সবার সঙ্গে মহানন্দে । তোমাদের সবার আন্তরিকতা ও আতিথ্য ক্ষণিকের অতিথি হিসেবে আমার মন-প্রাণ ভরিয়ে দিয়েছিল।
তারপর সন্ধ্যা ছ'টা নাগাদ তোমাদের বাড়ি ছেড়ে তোমার সঙ্গে এসে দাঁড়িয়েছিলাম বাসস্টপেজে , মেসে ফিরবো বলে। বাস তখনও স্টপেজে আসেনি।
সবেমাত্র সূর্য অস্ত গেছে পশ্চিমদিগন্তে। আকাশগঙ্গায় অবগাহন করে মেঘেদের ভেলায় চড়ে বলাকারা পাড়ি জমিয়েছে আপন আপন কুলার উদ্দেশ্যে। গোধূলির অলক্তরাগে চতুর্দিক আবির রাঙানো আবছা আলোয় এক মোহময় পরিবেশ। তোমার থেকে শেষ বিদায় নেওয়ার জন্য তোমাকে প্রণাম করে, তোমার মুখোমুখি দাঁড়িয়েছি আমি। তুমি বলেছিলে....
--- ভাইমনি, ৫-ই জুলাই আমার জীবনে খুব স্মরণীয় হয়ে থাকবে। জানিনা, এমনি ক'রে তোমাকে আর কোনদিন এত কাছে পাবো কিনা!
বলতে বলতে তোমার গলা ধরে এলো। ছল ছল করে উঠলো তোমার দু'চোখ।যেই আমি তোমার মুখের দিকে তাকিয়েছি, অমনি তুমি চোখের জল আড়াল করার চেষ্টা করলে। পারোনি। সজলচোখে ধরা গলায় তুমি জানতে চাইলে....
--- ভাইমনি! তুমি তো বাড়ি চলে যাচ্ছ আগামীকাল। আবার কবে দেখা হবে আমাদের? নাকি এ দেখাই শেষ দেখা !
কেন জানি না, অবচেতন মনে আমার মুখ থেকেও অজান্তে বেরিয়ে এলো....''এ দেখাই শেষ দেখা হয়তো।'' বলতে বলতে বাস এসে দাঁড়ালো স্টপেজে। আমি বাসে উঠে দাঁড়ালাম পাদানিতে। অপলকদৃষ্টিতে তাকিয়ে আছি তোমার দিকে। গোধূলির ছায়া ছায়া আবছা আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছি তখনও নিথর চুপচাপ তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে। নীরবে অশ্রু বিসর্জন করে চলেছো সমানে। হয়তো মনের অজান্তে তুমি বুঝতে পেরেছিলে, ওটাই হয়তো আমাদের শেষ দেখা।
সত্যিই দিদিভাই, ভাগ্যের কী নিষ্ঠুর পরিহাস দেখো ! সত্যি সত্যিই ৫-ই জুলাই -এর ওই দেখাই ছিল আমাদের দিদি-ভাইয়ের শেষ দেখা। এ জীবনে আর কোনদিন দেখা হয়নি আমাদের, কেবল চিঠির যোগাযোগ ছাড়া। সেই যোগাযোগও তুমি ছিন্ন করলে তোমার বাবার অকাল মহাপ্রয়াণের পরে, প্রায় এক বছরের মধ্যে।
তারপর ....! তারপর ....! দু'জনের দু'টি পথ দু'টি দিকে গেছে বেঁকে! আমি চলেছি আমার কর্মপথে। কিন্তু তুমি....!!!
তুমি আজ কোথায় .... কোন্ দূর ঠিকানায় .... কোন্ অজানায় .... কোন্ সংসার সীমানায় ? কোন্ অজ্ঞাত অচিনপুরে !!
জীবনপুরের পথিক তোমার ভাইসোনা আজও তোমায় খুঁজে ফিরে এই পৃথিবীর জানা-অজানা নানা গ্রাম-শহর, উন্মুক্ত জনবহুল অচেনা পথে-প্রান্তরে। কারণ অর্ধশতাব্দী কাল ধরে, অগাধ ঋণ যে ক্রমশ পাহাড় প্রমাণ জমে আছে তোমার ভাইসোনার মাথার উপরে।
বল .... বল .... অভিমানী দিদি আমার ! শ্মশানে চিতার অনল প্রজ্বলিত হওয়ার আগে, ঋণ শোধ করার একটা সুযোগ .... তুমি কি দেবে না তারে ?
দিদিভাই!
আমি তো জানি .... আমার উচ্চশিক্ষার জীবনে মহাবিদ্যালয় অঙ্গনে তুমি ছিলে আমার সাঁঝ আকাশের সন্ধ্যাতারা। এক পথভোলা, দিশেহারা, রক্তের সঙ্গে সম্পর্কহীন এ-ভাইমনির অন্ধকার জীবনে তুমিই জ্বেলেছিলে প্রকৃত জ্ঞানের অনির্বাণ দীপশিখা। মস্তকে ঢেলে ছিলে আন্তরিক স্নেহ-ভালোবাসা আর মায়া-মমতার অসীম করুণাধারা।
আবার সুদীর্ঘ কর্মজীবনে, শুভ কর্মপথে দূর অন্তরালে থেকেও আমার সকল সঙ্কটে, অন্ধ নিশুতি রাতে তুমি ছিলে মাঝ আকাশের উজ্জ্বল ধ্রুবতারা। আর এই মুহূর্তে, এই ক্ষণে আমার অবসর জীবন-সায়াহ্নে অন্তিম লগ্নে তুমি যে ভোরের আকাশে হারিয়ে যাওয়া শুকতারা ! তাই আর বাস্তবে নয়, কেবল অনুভবে তোমার অস্তিত্ব আমার নিভৃত গহীন অন্তরে।
দিদিভাই !
বাহান্ন বছর ধরে লোক চক্ষুর অন্তরালে আমার গোপন মন-মন্দিরে সদা বরদাময়ী মৃন্ময়ী-দেবী-প্রতিমারূপে নিখাদ ভালোবাসার অলঙ্করণে অন্তরের অগাধ শ্রদ্ধা ও ভক্তির আসন পেতে হৃদয়ের স্বর্ণ-সিংহাসনে তোমায় করেছি প্রতিষ্ঠা নিরজনে। আজও নিত্যদিন, অন্তহীন অজস্র নয়ন জলের চুয়া-চন্দনে সযতনে, অতি সংগোপনে তোমার আরাধনা করে চলেছি বারংবার বিশ্বকবির সেই মহৎ বাণী মন্ত্রোচ্চারণে....
" আমার সকল দুখের প্রদীপ জ্বেলে
দিবস গেলে করব নিবেদন....
আমার ব্যথার পূজার হয়নি সমাপন।"
শুধু একবার , শুধু একটিবার সামনে এসে দাড়াও তুমি মৃন্ময়ী রূপে। তোমার চরণকমলে মাথা নত করে , সকল কৃতজ্ঞতার শ্রদ্ধাঞ্জলি তোমার পাদপদ্মে নিবেদন করে, ভক্তি ভরে শুধু তোমার চরণবন্দনা করে বলবো বারে বারে....
" আমার মাথা নত করে দাও---
তোমার চরণও ধূলার তলে।"
--- --- --- --- --- --- --- --- --- ---
"আমার মাথা নত করে দাও---
তোমার চরণও ধূলার তলে।"
ইতি
তোমার ভুলে যাওয়া দূরের ভাইসোনা
:: অতু ::
অজিত কুমার বাগ
গ্রাম + পোস্ট :- ইন্দ্রপুর
জেলা:- দক্ষিণ ২৪ পরগনা
পিন কোড নম্বর :- ৭৪৩৩৭১
ফোন নম্বর-৯৮৮৩৩১৫৬৪৭
হোয়াটস্ অ্যাপ নং-৯৭৩৩৬০৯০৩২