ঝাউসারির সৈকত থেকে ..
ঋতুরাজ্ঞী চক্রবর্তী
নভেম্বর/ সন্ধ্যা / দীঘা
তুমি না ... একদম সমুদ্র হয়ে গেছো ! সন্ধ্যার শান্ত সমুদ্র !
ওই ঝাউসারির সৈকতে বসে শুধু চেয়ে থাকা ... আর ছোট ছোট ঢেউ গুলো যেমন পা ভিজিয়ে আবার দূরে দূরে সরে যায় । মাঝে মাঝে ঝিনুক রাশি রেখে যায় স্মৃতির মতো । হটাৎ কোনো বড়ো ঢেউ এসে পুরোই ভিজিয়ে দিয়ে যায় ! সে স্বাদ নোনতা।
দূরের কোনো কলকল করা স্রোতস্বিনী কোনো এক বেলায় সেই সমুদ্রের কাছে এসে থমকে যায় । তাকে তো মিশতেই হবে । ঈশ্বরের নির্দেশ এখানেই তার তীর্থ স্থান। মোহনায় এসে আকুল হয়ে সে সমুদ্র কে ডাকে। বদ্বীপ সৃষ্টি করবো ? কিন্তু সমুদ্র যেনো সন্ধ্যার ধ্যানমগ্ন সপ্ত ঋষির এক ঋষি কিংবা কোনো রাজঋষি । রাজ্য ছেড়ে নির্জনে তিনি ! ছটফটে নদীর কলকল ধ্বনি তে বন্ধ চোখের পাতা খোলেন । শুধুই হ্যাঁ উত্তর দিয়ে আবার সেই শান্ত ! নদী আর কি করে ! মিশেও চুপ করে প্রতীক্ষা করে। সমুদ্রে মিশে সে নিজেও অনেক পরিণত হয়ে গেছে বোধায় ।
তার চঞ্চলতা সে সমর্পণ করে দেয় সমুদ্রের কাছে ।
আঁখি পল্লব নত করে । অদূরে কোন ময়ূরপংখী ভেসে ভেসে যায় ।
তোমার কাছে আমার অবস্থা ঠিক তেমন ..কি বুঝলেন রাজ ঋষি না সমুদ্র নীল ? কি বলবো জানিও । দীঘায় বসে মিস করছি তোমায় ।
ইতি
তোমার নাম না-দেওয়া
নদী
অরণ্য চ্যাটার্জি
বালিগঞ্জ প্লেস,
২৪/বি সেকেন্ড অ্যাভিনিউ
বালিগঞ্জ
কলকাতা ৭০০০১৯
-----------------------------------
জয়শ্রী বন্দ্যোপাধ্যায়
বর্ধমান।
To Know More Deals & Offers : CLICK HERE