নরকের কীট
প্রদীপ দে
কিছু বলার নাই। যা খুশী তাই করো গে …
ছিলাম ঘুমায়ে, এক্কেবারে টান মেরে দিলে ...
এয়ে কেমনে ভদ্রতা?
আরে একবারই তো এয়েছি ইথানে, তা একটুখান ঘুরতে ফিরতে, মজা মারতে দে ?
কত মজাই না আছে?
যাইতে তো হইবোই ...
তাবলে ঘুমের মাঝেই এই টানাটানি
তুমি কে আছো?
মানুইষ না?
ভাগবান?
ছেলাম ভালোই। বইয়েস একটু হইছে। বিবি একটি গয়াগচ্ছ! আর একটি পাইছি। ছিমছাম নয় দেহাতী। চর্বি চর্বনের আমি নেওটা। হইল না। প্ল্যান চলতিছিল, এক বৃষ্টির রেতে বাজ পড়তিছিল আর আমি গায়ে গতরে চাপামুড়ি দিয়ে যেই না ঘুমস্বপনে তার আদর গতরে নিচ্ছি, তখনই কেমনে একটু বুকের ব্যথা চাড়ান দিলে …
ইরপর আর মনে নাই কি হইল …
সেই টানফোড়েন ...
নিয়ে চললে হেঁচড়ে ,,,
যাবোনি, তা কে শোনে?
একেবাইরে কোর্টে। দুমদাম হাতুড়ি পিটাইতেছিল। গুমরানো শব্দ সব, তবে গলা নামাইয়ে কথা তা ফিসফিসাইয়ে!
কারোরেই চিনিই না। পাইশের মরাখান আমার কানের কাছে মাথা নোয়াইয়া পুছলো,
-- যমেরে দ্যাখেচেন?
-- কই না তো ?
-- উই যে উইখান খাঁড়া মতুন!
দ্যাখলাম আধুনিক সেলুনে কাটা মাথার চুল খাড়া হইয়া উর্ধ্বগামী। জীন্স ছেড়া হাঁটু প্যান্টালুন, সঙ্গে কালা গেঞ্জি চুল্লীর ছবি সাঁটা তায়।
-- কিন্তু কি হইবো?
-- বিচার ---
-- কার?
-- আপনার
-- কেনে?
-- জ্যান্ত নাই, তাই!
বোঝেন ব্যাপারখান? জ্যান্ত আমি মইরা গেলাম?
কিছুই করণের নাই। কিছুই কহনের নাই। কর্তার ইচ্ছায় কর্ম।
বিচার শুরু হইয়া শেষ হইয়া গেল। আমার কহনের দাম নাই। উরাই ইরিং বিরিং তিরিং আউড়ে বিচারের বাণী নিভৃতে কাঁদায়ে ছাড়লে।
পাপের পাল্লা ভারী হওয়ায় আমারে পুনরুদ্ধারের লগে পুনরায় জ্যান্ত কইরা নরকে এক কুমারীর গর্ভে চালান করিয়ে তবেই ছাড়লেন।
রায় শুনিয়া পাইশের মরা মুচকি হাইসে কইলেন,
-- নরকের কীট!
---------
প্রদীপ কুমার দে
বিরাটী আবাসন
এল আই জি -৯
এম বি রোড
নিমতা
কোলকাতা -৭০০০৪৯
মোবাইল -৮০১৭২৬৭৬২৬
PRADIP KUMAR DEY
Birati Housing Estate
LIG - 9
M.B.ROAD.
NIMTA
KOLKATA - 700 049
West Bengal
INDIA
Mobile - 8017267626 ( Whatsapp)