ছবি ঋণ- ইন্টারনেট
গোধূলিবেলায়
দীনেশ সরকার
বিন্দুবালা প্রতিদিন পড়ন্তবেলায় একটা চেয়ার নিয়ে ছাদে গিয়ে বসেন । সূর্য পশ্চিমে হেলে পড়ে, রঙে রঙে পশ্চিম দিগন্ত রাঙিয়ে অস্তাচলের পথে পা বাড়ায় । বিন্দুবালা গোধূলিবেলার মনোমুগ্ধকর শোভা আস্বাদন করেন । পাখিদের ঘরে ফেরার কলতান আর মাথার উপর দিয়ে উড়ে যাওয়া তাকে মুগ্ধ করে । মনটা অনাবিল খুশিতে ভরে যায় । সুবীরবাবু বিকেল হলেই হাঁটতে বের হন । যেদিন হাঁটতে যান না সেদিন একটা চেয়ার নিয়ে বিন্দুবালার পাশে গিয়ে বসেন । গল্প করেন, গোধূলিবেলার অপরূপ শোভায় হৃদয় ভরিয়ে নেন । প্রায় চল্লিশ বছর একসাথে পথ চলা রোমন্থন করেন । স্মৃতিমেদুর হয়ে পড়েন ।
কিন্তু আজ বিন্দুবালার কিছুই ভালো লাগছে না । সুবীরবাবুও পাশের চেয়ারে বসে । অস্তমিত সূর্য রঙ ছড়িয়ে বিদায় নিচ্ছে, তবুও তার কিছুই ভালো লাগছে না । মনের ভিতরে আজ দুরন্ত ঝড় বইছে । আজ যে মেয়ে সুমি আর জামাই বিবেকের বিবাহবিচ্ছেদের অন্তিম শুনানি । জজসাহেব আজ সুমি আর বিবেকের মুখোমুখি বসবেন, কথা বলবেন, তারপর ডিভোর্সপেপারে সই করবেন । সিলমোহর পড়বে । আট বছরের দাম্পত্য জীবনের ইতি । বিন্দুবালা এটা মেনে নিতে পারছেন না । 'কই, আমাদের সময় তো এ সব ছিল না । কত করে সুমিকে বোঝালাম, একটু মানিয়ে-গুছিয়ে চল, বাবাইসোনার কথা ভাব ।' কিন্তু কে কার কথা শোনে ।
জামাই মেয়ে দুজনেই ডক্টরেট, দুই কলেজে অধ্যাপনা করেন । বিন্দুবালা ভেবে পান না, ওদের কিসের এত ইগোর লড়াই । শেষে কিনা বিবাহবিচ্ছেদ ! সুবীরবাবু বিন্দুবালার পিঠে হাত রেখে বললেন, 'কি করবে বলো । আমরা তো সাধ্যমত ওদেরকে বুঝিয়েছি । কিন্তু সুমি তো বিবেকের সাথে থাকতেই চায় না ।'
সুবীরবাবুর মোবাইলটা বেজে উঠলো । সুমির ফোন । বিন্দুবালার বুকের ভিতর হাতুড়ির ঘা পড়লো । সুবীরবাবু ফোনটা লাউডে দিলেন যাতে বিন্দুবালা শুনতে পান । ভেসে এলো, 'বাবা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি । জজসাহেব অনেকক্ষণ বোঝালেন । সত্যিই তো আমরা শুধু ইগোর পিছনে ছুটেছি, বাবাইসোনার কথা একবারও ভাবিনি । জজসাহেব বোঝালেন, একটা শিশুর সুস্থসবলভাবে বড় হতে গেলে মাতৃস্নেহ এবং পিতৃস্নেহ দুটোই ভীষণ দরকার । বাবা, আমরা বড় ভুল করতে যাচ্ছিলাম, উনি আমাদের চোখ খুলে দিয়েছেন - - - - - - - '
বিন্দুবালার বুক থেকে পাষাণ নেমে গেল । অন্তরটা গোধূলি আলোয় উদ্ভাসিত হ'লো । অস্তগামী সূর্যের দিকে হাতজোড় করে বললেন, 'ঠাকুর, তুমি ওদের মঙ্গল কোরো, ওদের শুভবুদ্ধি দিও ঠাকুর ।
____________________________________________________________
দীনেশ সরকার
১৪০ ডি, হিজলি কো-অপারেটিভ সোসাইটি,
প্রেমবাজার, খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর ---- ৭২১৩০৬