স্বপ্ন সত্যি হয়
মিঠুন মুখার্জী
কথায় বলে ভোরের স্বপ্ন সত্যি হয়। কেউ বিশ্বাস করে আবার কেউ করেনা। আমার বোনের ছেলে বিশাল একদিন ভোরে স্বপ্ন দেখেছিল, সে ক্রিকেট খেলছে। তার খেলা দেখছেন সৌরভ গাঙ্গুলী। তার খেলা দেখে হাততালি দিয়ে গাঙ্গুলী বলছেন--- "বা! তুমি তো খুব ভালো ব্যাট করো। তুমি কি শুধুই ব্যাটার, না বলও করো?" বিশাল বলেছিল--- "আমি আপনার মতো বাঁ হাতে ব্যাট ও ডান হাতে বল করি।" সৌরভ ওর বল করাটা দেখে খুব প্রশংসা করেছিলেন। বলেছিলেন--- "তুমি আমার কলকাতার একাডেমিতে আসতে পারবে? আমি তোমায় চাবুক তৈরি করে দেবো।" বিশাল রাজি হয়ে বলেছিল-- 'অবশ্যই যাবো স্যার'। আমার বোন বিশালের গায়ে হাত দিয়ে ডাকলে হঠাৎ তার স্বপ্ন ভেঙে যায়।সে ঘুম থেকে উঠে মাকে স্বপ্নের বিষয়টা বলে। মা তাকে বলে--- "আমরা বামন হয়ে চাঁদ ছুঁতে পারি!"
কয়েকদিন পর সত্যি সত্যি ক্রিকেট খেলা শেখার সুযোগ আসে বিশালের। গোবরডাঙ্গার সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের একাডেমিতে খেলতে আসে সে। মাস ছয় পরে একদিন সম্বরণ বন্দ্যোপাধ্যায় সৌরভ গাঙ্গুলীকে নিয়ে এসেছিলেন তার একাডেমিতে। সৌরভ গাঙ্গুলী যখন মাঠে ঢুকছিলেন ঠিক সেই সময় বিশাল ব্যাট করছিল। বিশাল ভোরের স্বপ্নে যা যা দেখেছিল সমস্ত ঘটনাটা সেদিন বাস্তবে ঘটেছিল। বিশালের আনন্দের শেষ ছিল না। সৌরভ গাঙ্গুলীর একাডেমিতে যোগ দিয়ে মাত্র এক বছরে আন্ডার সেভেন্টিনে সুযোগ পায় সে। তার ভোরের স্বপ্ন সত্যি হয়।
==================
মিঠুন মুখার্জী
C/o -- গোবিন্দ মুখার্জী
গ্ৰাম -- নবজীবন পল্লী
পোস্ট + থানা -- গোবরডাঙা
জেলা -- উত্তর ২৪ পরগনা
পিন -- ৭৪৩২৫২