চিত্রঋন- ইন্টারনেট।
টুপি
পীযূষ কান্তি সরকার
অন্নপ্রাশন বাড়ি। ভাইবোনেরা সব দেবঞ্জনার অপেক্ষায়। একসঙ্গে খাওয়া-দাওয়ার ছক ফোনেই জানানো তবু তার দেখা নেই। বেলা আড়াইটার পর তাদের দিদির দেখা মিললো। সবার সঙ্গে চোখাচোখি হতেই বলল, "তোরা একটু দাঁড়া, বাচ্চাটাকে দেখা আসি।"
দেবাঞ্জনাকে ঘিরে ধরে ভাইবোনেরা অনুযোগ করল, "তোর কী প্রতিবারেই লেট !"
-- এই দ্যাখ না, রিক্সায় চড়ে বেশ আসছিলাম। সোনার দোকানে নেমে বাচ্চাটার জন্য আংটিটা কিনতে যাব -- রিক্সাওলা কিছুতেই দাঁড়াতে চায় না । তখন তার হাতে পুরো ভাড়াটাই দিয়ে বললাম,'এবার বিশ্বাস হল তো ! একটু অপেক্ষা করো, পাঁচ মিনিটের মধ্যেই আসছি ।' আর এসে দেখি ...
"রিক্সাওলা পালিয়ে গেছে, তাই তো !" ছোটো বোন টুনি বলে উঠল, "এত সরল হলে এ-যুগে চলে না ! দ্যাখ এখন সবাই টুপি পরাতে চায় আর তুই নিজেই পরে ফেললি !"
============================
পীযূষ কান্তি সরকার
কদমতলা, হাওড়া।