Click the image to explore all Offers

অণুগল্প ।।ফুটবল ।। স্তুতি সরকার


 ছবিঋন- ইন্টারনেট।

 

ফুটবল

 স্তুতি সরকার 

 

ফুটবল খেলা চলছে । হাফ টাইম প্রায় হবো হবো এরকম সময়ে লাস্ট মিনিটে গোল করল শ্যারন। সব প্লেয়াররা ওর ওপরে ঝাঁপিয়ে পড়লো। আনন্দে, উত্তেজনায় একের উপর আর একজন ।আরেকজনের উপর আরেকজন জাম্প করল । শ্যারন তখন চোখে অন্ধকার দেখছে। দম ফেলার অবস্থায় নেই।ওর হার্টের প্যালপিটিশন  শুরু হয়ে গেছে তখন।ওর উপরে সকলে মিলে তারপরেও ঝাপিয়ে পড়ে ওকে অভিবাদন জানাচ্ছে। নিশ্চুপ শ্যারনের একেবারেই নড়াচড়া বন্ধ হয়ে গেল। বুকের যন্ত্রনায় ছটফট করতে করতে এক সময় স্থির হয়ে গেল সবকিছু। অসাড় হয়ে গেল সমস্ত শরীর।

মাঠের ডাক্তার ছুটে আসলেন।আসলো স্ট্রেচার। তড়িঘড়ি নিয়ে যাওয়া হল শহরের সবথেকে বড় হার্টের হসপিটালে। চিকিৎসকরা ডিক্লেয়ার করলেন -  শ্যারন মৃত।


গরীব পরিবার থেকে উঠে আসা শ্যারন নিজ দক্ষতায় সবে মাত্র প্রথম ডিভিশনে ফুটবল খেলা শুরু করেছিলো মাত্র কিছুদিন আগে থেকে। ছিলো অনেক স্বপ্ন, বাবা মা র প্রত্যাশা।সব কিছু স্তব্ধ হয়ে গেলো এক লহমায়, মৃত্যু ছিনিয়ে নিলো বিজয়ানন্দের সমস্ত কিছু মুহুর্তের মধ্যে।


----------------------------


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.