Click the image to explore all Offers

প্রচ্ছদ ও সূচিপত্র ।। কথাকাহিনি ৪৭।। সংখ্যা- নববর্ষ ২০২৩


 

 দেখতে দেখতে আবারও একটা বছর এসে গেল। সময়ের রথ তার নিজস্ব নিয়মের ধারায় প্রবাহমান। কালের গতিতে এগিয়ে চলেছে সে। শুভেচ্ছার বন্যায় ভেসে চলেছে আম-জনতা।

নতুন বছর আমাদের নতুন জীবনের, নতুন সঙ্কল্পের, নতুন ভাবনার কলম হয়ে উঠুক। পাঠক- লেখক,পত্রিকার সঙ্গে জড়িয়ে থাকা-না থাকা দেশে বিদেশের সকল বন্ধুকে হার্দিক   অভিনন্দন জানাই।  
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন। সুখে-দুখে,আনন্দে বিরহে হাতে হাত রেখে দেশ কাল পাত্রের সীমা অতিক্রম করে  আমাদের সাধের সভ্যতাকে এগিয়ে নিয়ে চলুন। 
চরৈবেতি ---------------   
  কথাকাহিনি পরিবার

।। সূ চি প ত্র।।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.