আপন-পর
পীযূষ কান্তি সরকার
শ্যামল আর রঞ্জন দুই ভায়রাভাই -- শ্যামল বড়ো, রঞ্জন ছোটো। শ্যামলের ছেলে দীপু আর রঞ্জনের ছেলে তপু সমবয়সী। দু'জনেই মাধ্যমিক দিয়েছে একইসঙ্গে। সেই বছরেই। উভয়ের ভবিষ্যৎ নিয়ে দুই বাবা-ই চিন্তিত।
সেদিন শ্যামল এসেছেন রঞ্জনের বাড়ি। আয়েশ করে বসে চলছে চায়ের তুফান আর ধূমপানপর্ব। আড্ডার ফাঁকে শ্যামল বলে উঠলেন, " আজ ভাঙসাহেবকে বললাম আমার দীপু-টা তো বড়ো হয়ে গেল স্যার -- ওর চাকরির ব্যবস্থা তো আপনাকেই করতে হবে !
তা উনি বললেন আপনার ছেলে বলে কথা, প্রায়োরিটি তো পাবেই।"
"তপুর কথাটাও বলে রাখবেন কেমন!" রঞ্জন আবেদন জানান।
--- দূর মশাই ! পরের ছেলে নিয়ে কে আর মাথা ঘামায় !
চমকে ওঠেন রঞ্জন। হাত থেকে আধপোড়া সিগারেটটা পড়ে যায়।
-----------
পীযূষ কান্তি সরকার, ১/১, কুচিল ঘোষাল লেন, কদমতলা, হাওড়া - ১