Click the image to explore all Offers

বুক রিভিউ ।। "এক সংগ্রামী মানুষের জীবনগাথা" ।। দীনমহাম্মদ সেখ


"এক সংগ্রামী মানুষের জীবনগাথা"

দীনমহাম্মদ সেখ

 

কবি ও সাংবাদিক সঞ্জয় কুমার ঘোষ এক অনুপ্রেরণার নাম। তাঁর সংগ্রামী জীবন ও লড়াইয়ের কথা মলাটবন্দী করার চেষ্টা করেছেন বিশিষ্ট কবি মেঘনাদ বাহাদুর থাপা। তাঁকে কলম ধরেছেন বিশিষ্টজনেরা। স্মৃতিচারণা করেছেন তাঁর অসংখ্য বন্ধুবান্ধব ও হৃতকাঙ্খিরা। যাঁরা তাঁর সংগ্রামী জীবন ও কর্মকান্ড  খুব কাছ থেকে দেখেছেন। এই সংখ্যায় যাঁরা কলম ধরেছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন কবি জয়নাল আবেদিন, দেবজ্যোতি কর্মকার,মন্টু ঘোটক, নমিতা মজুমদার, আজিজুল হক মন্ডল, বিধান সাহা সহ আরও অনেকে। তাঁদের লেখনীতে উঠে এসেছে সঞ্জয় কুমার ঘোষের জীবনের নানান অজানা কথা।কবিতার মধ্য দিয়ে ছন্দময় জাদুতে তাঁকে নিয়ে লিখেছেন কবি  হজরত আলি,অরবিন্দ সরকার, ফতেমা বেগম, ফারুক আলি সেখ প্রমুখ তাঁর নির্ভীক সাংবাদিকতা অনেকের কাছে অনুপ্রেরণা। গণতান্ত্রিক আন্দোলনের লড়াকু সৈনিক সঞ্জয় কুমার ঘোষের জন্ম বিহারের গিরিডিতে হলেও শৈশব কেটেছে নদিয়ার হাতিশালা গ্রামে। ছাত্রবস্থায় বামপন্থী আদর্শে উজ্জীবিত ছিলেন।ছোটো থেকেই নাটক, থিয়েটার সহ  বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও তাঁর জুড়ি মেলা ছিল ভার ।তিনি একজন সমাজকর্মীও বটে। সাধারণ  খেয়ে খাওয়া মানুষদের জন্য আজীবন লড়াই চালিয়েছেন। জনহিতকর কার্যে ছুটে বেড়িয়েছেন গ্রাম বাংলার আনাচে কানাচে।অসহায় মানুষের জন্য বারবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সাহসী সাংবাদিকতায়  অনেকের কাছে তিনি রোল মডেল। আবার তিনি একাধারে কবিও।তাঁর কবিতা সমাজের শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের কথা বলে।  এই বহুমুখী প্রতিভার অধিকারী মানুষটি আজও সমানভাবে সমাজ, সাহিত্য ও সাংবাদিকতায় আমাদের সমৃদ্ধ করে চলেছেন।  এমনই নানান তাঁর কর্মকান্ড, স্মৃতি, ঘটনার কথা কবি ও সাহিত্যরা পূঙ্খানুপুঙ্খ বর্ণনা  করেছেন তাঁদের লেখনীর মাধ্যমে।

বইটির সম্পাদনা করেছেন আর এক কবি মেঘনাদ বাহাদুর থাপা। তাঁর অক্লান্ত পরিশ্রমের ফসল এটি। সঞ্জয় কুমার ঘোষের মতোন একজন মানুষের জীবন ও তাঁর কর্মযজ্ঞকে তিনি এই গ্রন্থের মধ্য দিয়ে মলাটবন্দী করার যে চেষ্টা করেছেন তা সত্যিই প্রশংসাযোগ্য। প্রচ্ছদ করেছেন সাধন পাত্র ও জয়ন্ত বিশ্বাস। ছয় ফর্মার বইটি বেশ পরিপাটি। প্রকাশনী আকাশ( প্রিন্টার্স অ্যান্ড পাবলিশার্স)। মূল্য ১০০ টাকা।

=================

ঠিকানা-----
গ্রাম- ধাপাড়িয়া
পোস্ট - ম্যাচপোতা
থানা - নাকাশিপাড়া
জেলা - নদিয়া
পিন নং -৭৪১১২৪


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.