রিভিউ ।। মিঠাইঃ শিশু-কিশোর সংকলন ।। গোবিন্দ মোদক
মিঠাইঃ শিশু-কিশোর সংকলন
( ১ম বর্ষ- ২০২২ )
পাঠ প্রতিক্রিয়া: গোবিন্দ মোদক।
"মিঠাই!" — যুক্তাক্ষর বর্জিত তিন অক্ষরের এই আপাত নিরীহ শব্দটিতে মিশে আছে ঘন মিষ্টত্ব। সেই কারণেই নয় থেকে নিরানব্বই সবার প্রিয় এই মিঠাই। আর সেই মিঠাই যখন সাহিত্যিকা নামক সাহিত্য পরিবারের "শিশু-কিশোর সংকলন" (১ম বর্ষ-২০২২) হিসাবে সঞ্চিতা দে-র সুযোগ্য সম্পাদনায় আত্মপ্রকাশ করে তখন স্বাভাবিকভাবেই তা ভিন্নমাত্রা পায়। বস্তুতপক্ষে ছোটদের জন্য এমন সংকলন যতো বেশি হবে ততো যে শুধু শিশু-কিশোর সাহিত্যের মঙ্গল তাই নয় — সার্বিক বাংলা সাহিত্যেরও মঙ্গল।
বর্তমান ইন্টারনেটের যুগে যেখানে শিশু-কিশোরদের হাতে হাতে স্মার্টফোন, সেখানে বই পড়ার অভ্যাস প্রায় নেই বললেই চলে — আর সেই প্রেক্ষিতে মিঠাই-এর হৈ-হৈ প্রকাশ নিঃসন্দেহে একটি সদর্থক প্রয়াস। সুন্দর প্রচ্ছদের এই সংকলনটিতে বড়োরা যেমন ছোটদের মতো করে লিখেছেন — তেমনই রয়েছে ছোটদের ভাবনা, ছোটদের আঁকি-বুকি যা তুলে ধরেছে ছোটদের মনের উদার আকাশকে। সংকলনটিতে ছড়া-কবিতা-অণুগল্প জুড়ে যেমন রয়েছে ছবি হাসি মজা তেমনই রয়েছে জ্ঞান-বিজ্ঞানের কথা, জানবার কথা, রূপকথা, গোয়েন্দা কাহিনী, ভৌতিক কাহিনী, সামাজিক কাহিনী প্রভৃতি বিষয়। মিঠাই-এ যেমন রয়েছে আদরের চুমচুমি, মিঠুর জন্মদিন, স্মৃতির পাতায়, ছেলেবেলা .... তেমনই রয়েছে খুকুর শাসন, হোস্টেল থেকে লেখা পাপাইয়ের চিঠি, গাছের খাবার, শৈশবের সাতকাহন, বৃষ্টির ছন্দ, বালাকী নাচ এবং আরও অনেক স্বপ্নময় ছবি।
পত্রিকার সব থেকে উল্লেখযোগ্য বিভাগটি হলো "ছোটদের ভাবনা" যেখানে মাননীয় সম্পাদিকা মহাশয়া ছোটদের দিয়ে লিখিয়ে নিয়েছেন অনেক সুন্দর সুন্দর লেখা। ছোটদের পত্রিকার এই অংশটি প্রকৃত অর্থেই সবুজে সবুজ যেখানে শুভান্বিতা দে, অন্তরীপ দাস, অনিরুদ্ধ প্রামাণিক, শ্রেয়সী নন্দী, পৃথ্বীশ মিত্র, অভিজ্ঞান সাহা, সুবর্ণা মুখোপাধ্যায়, হৃদিয়া চৌধুরী, মেঘবর্ণা, আয়ুষী মন্ডল, বিপাশা মজুমদার, রাজশ্রী চৌধুরী, এমিলিয়া বাইন — এদের মতো কচিকাঁচারা তাদের কাঁচা হাতের সুন্দর সুন্দর সৃজনশীলতায় সাজিয়েছে তাদের নিজস্ব লেখালেখির বিভাগটি।
পাতায় পাতায় ছবিতে ভরা সুসম্পাদিত ৮৮ পৃষ্ঠার এই মিঠাই পড়তে পড়তে (বলা ভালো মিঠাইয়ের মিষ্টি স্বাদ চাখতে চাখতে) একটা কথা মনে হলো — সেটি হলো "ছোটদের ভাবনা" বিভাগটি আরও বড়ো হওয়া দরকার এবং যেহেতু এটি সম্পূর্ণরূপেই একটি ছোটদের উপযোগী সংকলন সেইহেতু ছাপার হরফটি আর একটু বড় সাইজের হলে মিঠাই আরো মিষ্টত্ব পেত। মাননীয়া সম্পাদিকা মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ এমন সুন্দর একটি সংখ্যা তথা সংকলন উপহার দেবার জন্য। আর বলতে দ্বিধা নেই যে — মিঠাই সংকলনটি এতোটাই চমৎকার যে এর বহুল প্রচার কামনা করাই যায় এবং মিঠাইয়ের পরবর্তী সংখ্যার জন্য সাগ্রহে তাকিয়ে থাকা যায়।
গোবিন্দ মোদক।
সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা।
কৃষ্ণনগর, নদীয়া, পশ্চিমবঙ্গ।