অক্ষয় হোক
শ্বেতা রায়
দিদা-মা-ঠাকুমা সবাইকে বলতে শুনেছি অক্ষয় হোক সিঁথির সিঁন্দুর। বাড়িতে বড়ো যারা আছে অক্ষয় তৃতীয়ার দিন দেখতাম মা মাসি দিদা সবাই আলতা সিঁন্দুর একজন আরেকজনকে পড়িয়ে দিতেন। সবাই মিলে দিদাকে শাড়ি উপহার দিতেন। আমি একবার দিদাকে জিজ্ঞাসা করেছিলাম দিদা আজ কী? তোমার জন্মদিন? দিদা হেসে বলেছিলেন না আজ অক্ষয় তৃতীয়া। এই তিথিতে যে কাজ করা হয় তার অক্ষয় ফল পাওয়া যায়। ছোটবেলায় এই দিনটা আসা মানেই মা এর সাথে সোনার দোকানে গিয়ে হালখাতায় নাম লেখানো। উফ্ কতো ভালো ভালো মিষ্টি খাওয়া। different colors এর cold drinks, calender, bag পাওয়ার কি মজাই না হতো। একদিন দোকানের কাকু কে জিজ্ঞাসা করেছিলাম এই খাতাটা কি ?আমাদের নাম লিখলে কেন? তখন জানলাম এই অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পড়ে সিদ্ধিদাতা গণেশ ও সৌভাগ্যের দেবী লখ্মীর পুজো করা হয়।
সত্যি বাঙালীর এই বারো মাসে তেরো পার্বণ বিষয়টা বেশ মজার। তাই আমরা সবাই আমাদের আনন্দ টাকে অক্ষয় করে রাখতে চাই।
-------------------
নাম- Sweety Roy
ঠিকানা- 110/4 Sarat Bose Lane, Lalit Bihar Park,
Birati pin 700081