ক্লাসরুম
শুভশ্রী দাস
২০১৪ সালের পর অনেক গুলো বছর কেটে গেছে,অদৃষ্টের পরিহাসে আবার চার দেওয়াল এ বদ্ধ ,কিছুটা আগের মতোই চিরপরিচিত ক্লাসরুম ।
ছাত্রী সংখ্যার চেয়ে ছাত্রের সংখ্যা তুলনামূলক বেশি । প্রতিষ্ঠানটির নাম গভর্নমেন্ট হিজলি আই টি আই।খড়গপুর । প্রথমদিকে আমার এ স্থানটি ছিল আমার অপছন্দ এর জায়গা,কেটে গেছে এক বছর।বয়সে প্রায় সবাই আমার থেকে ছোটো। সম্পর্কের গভীরতা বন্ধুত্বের গুরুত্ব বাড়ছে ।স্যার এর সাথে সম্পর্ক তৈরি হয়েছে, ঠিক যেন পরিবারের অভিভাবক । পুরনো স্মৃতি মনে করেই আগের মতোই টিফিন খাওয়ার মনোরম মুহূর্ত । গুরুগম্ভীর ক্লাস এর ফাঁকে মুঠোফোনে ছোট্ট করে চোখ বুলিয়ে নেওয়া। এখন সখ্যতা হয়েছে যন্ত্রপাতিদের সাথে ।তরুণ স্যার আমাদের ক্লাস টিচার,সহজ ভাবে বোঝানো পড়া আমাদের কাছের যন্ত্রপাতি গুলোকে আরও সরল করে দেয় । এছাড়া ও অনান্য স্যাররাও ছিল।
এবার আসি বন্ধুদের কথায়,যারা পাশে না থাকলে আমার যন্ত্রপাতি শেখা যন্ত্রণার কারন হয়ে দাঁড়াত । দেবেনদা,রাজা,অভিজিত,সন্দীপ,শুভদীপ , গনেশ, বিকাশ,শুভঙ্কর আর নম্রতা ,প্রিয়াঙ্কা । প্রতিটি সময়ে স্কুল কলেজ জীবনকে ফিরিয়ে দিয়েছে ।
আর তো কটা দিন,কেটে যাবে চার দেওয়াল এর মাঝের ছোট্ট একটা জীবন। থেকে যাবে স্মৃতি হয়ে মুঠোফোন এর কিছু ছবি,হয়তো দেখা হবে আবার ।
ক্লাসরুম হয়তো নয়,বাস স্ট্যান্ড বা রেলগাড়ির কামরায় অজান্তে । ভালো থেকো স্মৃতিগুলো মনের মনিকোঠায় ।
---------------------------
স্থান:খড়গপুর
জেলা:পশ্চিম মেদিনীপুর ।