প্রতিজ্ঞা
সমাজ বসু
--- বাড়িতে লোকজন এলে কি যে খুশি হতো কী বলব। ছেলের পড়ার অসুবিধা হবে ভেবে,সেই সময়টুকু ওর কাছেই আসত না। এই বলে চোখ মুছতে লাগলেন তিনি।
--- জানি,ওদের অল্প সময়ের জীবনে ওরা ভীষণ ছাপ রেখে যায়। মানুষকেও হার মানায়।
--- কর্তা একদিন রাগের মাথায় বলেছিলেন,"কাজের সময় বিরক্ত করিস না। যা এখান থেকে।" দুদিন তাঁর ধারেকাছে যায়নি। এত অভিমানী ছিল। একদিন শাশুড়ির রাতের আয়া আসেনি। ওই রকি, না ঘুমিয়ে সারারাত পাহারা দিয়েছে।
অনেক কথাই মনে পড়ছে। সাতদিন হয়ে গেল,রকি নেই। কিছুতেই আমরা কেউ ওকে ভুলতে পারছি না। তাই প্রতিজ্ঞা করেছি জীবনে আর কোনদিন অবলা প্রাণী পুষব না।
===================
৫৬এ, মিলন পার্ক।
গড়িয়া, কলকাতা ।