বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

অণুগল্প ।। অতৃপ্তি ।। তপন মাইতি


অতৃপ্তি 
     তপন মাইতি

গড়িয়া হাটে কী অপরূপা সুন্দরী এক মেয়ে। অসম্ভব সুন্দর রুচিসম্মত ভদ্র পোশাক থেকে বেরিয়ে সোজা প্রাইভেট কারে। প্রথম কোন মেয়ের সাথে আঁখিপাত।মেয়েটা একঝলক দেখে নিল।বিজয় তখন ফুটপাতের একজন। বছর ছাব্বিশের চৌখস সুদর্শন এক ছেলে। সম্বর্ধনা সভায়।সেদিন ছিল মহাদশমীর পরের দিন। ফুলের তোড়া হাতে নিয়ে স্থির পলকে আটকে গেল সিনেমার মতো মেয়েটা।দৃষ্টিতে সে বারবার ফিরে পেল হিন্দি ফিল্মের সেই নায়িকা।ফেইসবুক ইনস্টাগ্রাম মানে ভার্চুয়ালের কোন অপশন বাদ গেল না।সে কী করে পাবে?না জানে তার নাম না জানে তার ঠিক ঠিকানা!দেখার মধ্যে দেখা তার একঝলক ছবি তা সার্চ করে নাজেহাল। কাজবাজ খাওয়া দাওয়া সব জলাঞ্জলী দিয়ে ঠুকে দাঁড়িয়ে থাকে ঠায়। বিশ বছরে দেখা এখন তার বত্রিশ বছর।এখনও একই জায়গায় ফুল হাতে দাঁড়ায়। অনেকেই সেরকম কুচকুচে জমকালো কালো গাড়ি নিয়ে আসে। সে গাড়ির দরজার দিকে আকায় আর মেলায় সেই একঝলক দেখা ছবি।কিন্তু সে আসে না...
========================
 

নামঃ তপন মাইতি
ঠিকানাঃ গ্রামঃ পশ্চিম দেবীপুর; পোঃ দেবীপুর; থানাঃ মৈপীঠ কোস্টাল; জেলাঃ দঃ 24 পরগণা; পশ্চিমবঙ্গ। ভারতবর্ষ। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.