বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

অণুগল্প ।। ত্যাগ ।। দীপঙ্কর সরকার

 

ত্যাগ   

  দীপঙ্কর সরকার


দীপশিখার মতো সুন্দরী এ তল্লাটে আর একটা খুঁজে পাওয়া ভার । অথচ সে কিনা এক অন্ধ ছেলেকে বিয়ে করে বসল। নামি দামী কত পাত্রই না মুখিয়ে ছিল তাকে জীবন সঙ্গিনী হিসেবে পাওয়ার জন্য।
 দু'একজন তাকে প্রপোজও করেছিল। সে কিনা সে সব,অগ্রাহ্য করে তার পুরনো প্রেমিক অনিরুদ্ধকেই
বরমাল্যে ভূষিত করল। একটা দুর্ঘটনায় অনিরুদ্ধর দুটো চোখের দৃষ্টি নষ্ট হয়ে যায়। ফলত সকলে ভেবেছিল , সে হয়তো অনিরুদ্ধকে ভুলে গেছে । কিন্তু বাস্তবে ঘটল ঠিক তার উল্টোটাই...
==================

ঠিকানা
দীপঙ্কর  সরকার
কাঁঠাল পুলি
(সিংহের হাটের কাছে)
চাকদহ
নদীয়া

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.