বিশুর দুটো শিং গজিয়েছে। ঠিক ছাগলের মত। এই কথাটা যখন চাউর হয়ে গেল তখন বিশুর জানা শোনা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব অবাক হয়ে গেল। তারা জানত বিশুর মত বুঝদার চালাক চতুর বলিয়ে কইয়ে এ তল্লাটে আর কেউ নেই। শিং ত শোনা যায় যাদের বুদ্ধি শুদ্ধি একটু কম , একটু মোটা, রামছাগলের মত শুধু তাদের গজায় - তাহলে বিশুর কেন গজাল !
অনেক ভেবেও যখন পাড়ার লোকেরা এই সমস্যার কোন কূলকিনারা করতে পারলো না তখন সবাই মিলে গুরুমশাই এর কাছে গেল।
গুরু মশাই তখন সবে সকালের জলযোগ করে একটু বিশ্রাম নিচ্ছিলেন।
সব কথা শুনে তিনিও খুব বিচলিত হয়ে পড়লেন, বিশুর ত বুদ্ধি শুদ্ধি আছে, তাহলে ওর শিং গজালো কেন। তবু তিনি বললেন - বিশু'কে একটু ডেকে নিয়ে এস সরজমিনে একটু দেখি তারপর না হয় কার্যকারণ খুঁজে বার করা যাবে।
তখন সবাই হৈ হৈ রৈ রৈ করে বিশু'কে ডেকে আনতে ছুটলো। তখন বিকেল। এই সময় বিশু পাড়ার পার্কে বন্ধুদের সাথে সময় কাটায় , আড্ডা মারে। কিন্তু সারা পার্ক খুঁজে বিশু কে পাওয়া গেল না।
হতাশ হয়ে যখন সবাই পার্ক থেকে বেরিয়ে আসছে তখনই বিশু পাড়ার "স্টাইল" বলে চুল কাটার সেলুন থেকে বেরিয়ে আসছে। সবাই অবাক হয়ে দেখলো বিশুর মাথার দু'পাশে দুটো চুলের গুচ্ছ শিং এর মত উঁচু হয়ে দাড়িয়ে আছে।
বিশু অবাক চোখ গুলোর দিকে তাকিয়ে বললো এই কাট টা নতুন এসেছে আমাদের শহরে এর নাম - "মো - হহক্"।
=====================
সুশান্ত সেন
৩২বি , শরৎ বোস রোড কলিকাতা ৭০০০২০