বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

অণুগল্প।। স্মৃতিকথা ।। তীর্থঙ্কর সুমিত

 
                                                                                                                                                      ছবিঋণ - ইন্টারনেট


স্মৃতিকথা
তীর্থঙ্কর সুমিত



নিতু কাকু এখনও স্কুলের ঘন্টা বজান।বয়স ষাট পেড়োলেও তিনি অবসর নেননি।একই রকম চেহারায় কাঁচা পাকা গোঁপ। শুধু চোখে কম দেখছেন এখন । তা না হলে দুর থেকেই আমায় "বেটা" বলে চিৎকার করতেন !

সময়ের ব্যবধানে ভুলে যাননি তো আমায়? মনে মনে ভাবতে লাগলাম। আবার খানিকবাদে --

না, তা কি করে সম্ভব! এত সহজে কি করে ভুলবেন ফিরে গেলাম‌ স্কুলের স্মৃতিতে।

হারাধন স্যার বলেলেন ,আরে বান্টি যে। কি খবর?
ভালো স্যার। নিতু কাকু এখনও ঘন্টা বজান ! ওনার তো বহুদিন আগেই...

উনি আর স্কুলের কর্মী নন। একমাত্র মেয়ে রোজির মৃত্যুতে ভরসাম্যহীন হয়ে গেছেন।

স্কুলের পুরোনো স্মৃতিরা ঝলমল পায়ে আমায় বছর বিশেক আগের জীবনকে ফিরিয়ে দিলো।

নিতু কাকু আমার দিকে অপলকে চেয়ে রইলেন।
 
=====================

তীর্থঙ্কর সুমিত
মানকুণ্ডু, হুগলী
পিন - ৭১২১৩৯

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.