পুরাকালের কথা
দীপক পাল
আজ থেকে ৮০০০ বছর পূর্বে (ঐতিহাসিক ও বৈদেশিক মতে) অর্থাৎ পুরাণে বর্ণিত ৮০০০ বছর পূর্বে ছিল ৩টে সভ্যতা। মিশরে নীল নদের অববাহিকায়, মেম্ফিস ছিল তার কেন্দ্র। ইউফ্রেটিস ও টাইগ্রিস নদী দুটির অববাহিকায়, যার কেন্দ্র ছিল ব্যাবিলন। এছাড়া ভারতে সিন্ধু আর পঞ্চ নদের উপত্যকায় মহেঞ্জোদারো ও হরপ্পায় ছিল সভ্যতা।
পুরাকালে মধ্য এশিয়ায় গাঢ় সবুজ রঙের এক রকমের মূল্যবান পাথর অলঙ্কার হিসাবে ব্যবহার হত। বণিকেরা সেই পাথর সিং কিয়ান প্রদেশের কাশগড় থেকে আফগানিস্তানের বালখ হয়ে সিন্ধুর তীরে মহাঞ্জদারে আসতো। সেখানে মোহনার কাছে পওল নামে কোন বন্দর থেকে মরুপথে পর্সিপলিস হয়ে ইউফ্রেটিসের অববাহিকায় উর নামের এক শহরে আসতো এবং সেখান থেকে যেত নীল নদের তীরে মেমফিস নগরে।
সেই সময় আর্য সভ্যতা গড়ে উঠেছিল ভারতের সিন্ধু উপত্যকায়, ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর অববাহিকায় ও মিশরের নীল নদের ধারে। বিদেশীরা তখন মিশরের মেমফিস নগর থেকে ব্যাবিলনের দক্ষিণে উর শহরে আসতো। আর মধ্য এশিয়ার বণিকেরা কাশগড় থেকে অক্সাস নদীর তীরে বালখ হয়ে সিন্ধু নাদের তীরে এই পওল শহরে এসে মিলত। হরপ্পা ছিল শতদ্রু নদীর উত্তরে। এই অবস্থা চলে ৪ হাজার বছর।
সপ্ত সিন্ধবের উত্তর - পশ্চিম প্রান্তে হিন্দুকুশ ও সুলেমান পর্বতমালার নানা গিরিদ্বার, খাইবার ও মালাকনদ গিরিদ্বার দিয়ে গোমল ও কুরম নদীর উপত্যকা বেয়ে আর্যরা ভারতে আসে। খ্রীষ্টের জন্মের দু হাজার বছর আগে ভারতের উত্তর প্রান্তে সপ্ত সিন্ধবে আর্যদের বসতি সীমাবদ্ধ ছিল। এর দক্ষিণ প্রান্তে প্রবাহিত হতো সরস্বতী নদী। ব্রহ্মাবর্ত পূর্ব পাড়ে। আর্যরা এই নদী অতিক্রম করে খ্রিস্টের জন্মের বারোশ বছর আগে।
সপ্ত সিন্ধবের দেশ পাঞ্জাব। যে দুটি জনপদের নাম আমরা পাই তা এখনও আছে। পুরুষপুর ও তক্ষশীলা। পুরুষপুরের বর্তমান নাম পেশোয়ার। ব্রমহবর্তে পাই কুরুক্ষেত্র ও থানেশ্বর। এই সপ্ত সিন্ধবের ঠিক উত্তরেই কাশ্মীর উপত্যকা। ঐতিহাসিক প্রমাণে আর্য সভ্যতার বিকাশ এখানে আদি যুগে হয়নি। কিন্তু সরস্বতী নদীর অবস্থান নিয়ে বিস্তৃত আলোচনা করলে কাশ্মীরকে এই সপ্ত সিন্ধবের অন্তর্গত বলে মনে হবে।
সরস্বতী নদী আর্যদের বড়ো প্রিয় ছিল। বেদে সরস্বতী নদীর কথা উল্লেখ আছে বার বার। বেদের শ্লোকে বোঝা যায় আর্যরা যেখানে বাস করতেন তা ছিল শরৎ ও হিমপ্রধান। গ্রীষ্ম বসন্তের কথা সেই শ্লোকে উল্লেখ নেই। বোধহয় দশ মাস শীত ও দু মাস গ্রীষ্ম। আর্য ঋষিরা তাই স্তব করতেন
' মিত্রাবরুণাবধৃষ্টাং ছদদির্যদ্বাং বরূথং সুদান '।
হে মিত্র ও বরুণ, আমাদের শীত নিবারণের জন্য অনভিভূত আশ্রয় দান করো। সরস্বতী নদী পাঞ্জাব
প্রদেশে হলে ঋষিরা এমন আর্তনাদ করতেন না। তাঁরা আরও উত্তরে বাস করতেন বলেই মনে হয়।
====================
সূত্র: - রম্যানী বিক্ষ্য, সাহিত্যিক সমরেশ বসু
ইত্যাদি।
Address :-
---------
Dipak Kumar Paul,
DTC Southern Heights,
Block-8, Flat-1B,
Diamond Harbour Road,
Kolkata - 700104.