বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

শ্রুতি নাটক ।। বন্ধুত্ব ।। সুদামকৃষ্ণ মন্ডল

                                                                                                                                                      

ছবি - সংগৃহিত

  
 
বন্ধুত্ব 
 
সুদামকৃষ্ণ মন্ডল

 
চরিত্র লিপি : সৌরভ ,  গৌরব , নীরব ।


( ভোরের পাখির কলরব, হরিনাম )

সৌরভ //  আজ এত দেরি হল যে ?
গৌরব//  দেরি আর কোথায় ? এইতো পাঁচ- সাত মিনিট লেট । গিন্নীর শরীরটা একটু ---
নীরব//  গিন্নি ! বৌঠানের আবার কি হলো ?
গৌরব//  না মানে --
সৌরভ // আরে -বলো না কি হয়েছে ?
গৌরব // কালকে রাতে খাওয়াটা একটু বেশি হয়েছে ।
নীরব  // বুঝেছি । ছেলে- বৌমা -নাতি -নাতনি- মেয়ে জামাই- নিয়ে বেশ তো ভুরি ভোজে পড়েছ । তাই না ?
গৌরব //  হ্যাঁ, তা বলতে পারো । তা হয়েছে কি,  বড় মেয়ে-,  একটু ছানার বড়া বেশি করে খাইয়েছে । জানোই তো -- ওর আবার ওটা খুব প্রিয় ।
সৌরভ//  তাই বলো।  তা বেশি করে খাওয়ালে কেন ?  বেশি হলে তো আমরা ছিলাম ?
নীরব  //  বৌঠান কি আমাদের কথা ভুলেই গেলেন ?
গৌরব //  না -না তা কেন ? তোমরা কি ভুলে যাবার জিনিস ? পরম  আত্মীয়  কাছের মানুষ ।
নীরব //  বয়স হয়েছে রয়ে বসে খেতে হবে ।
গৌরব //  ছিল ঠিকই ।  বুঝলে কিনা - রাতে আবার রেওয়াজি  ;  ছেলে আনলে-- ;  বললে--  বিদেশে খাওয়া ঠিক হয় না । বৌমা তো বেজায় খুশি !
সৌরভ//  আর ভাই । তোমার তো এখন পৌষ মাস ।
নীরব  //  হ্যাঁ, তা বলতেই পারো ।  সবাই চাকরি করে ।  তোমাদের পেনশন ।
সৌরভ // সোনায় সোহাগা সংসারের জন্য তো আফসোসে মরছি । 
নীরব // কেন কেন ? নীলেশ কি খোঁজ খবর নেয় না ?
সৌরভ //  আহাম্মক ছয় যে ঘরের কথা পরকে কয় ।
গৌরব // রাখো তো তোমার হেঁয়ালি । সত্যিটা বলো--  তাতে কার কি হলো  ;  ফাটলো- চটলো- দেখার দরকার নেই ।
সৌরভ//  সব ঠিকই ছিল । যেই না ছেলের বিয়ে দিয়েছি সে আর আমাদের মনে রাখতে পেরেছে কিনা বলতে পারি না ।
গৌরব // হুম্  ; তা যা বলেছ- কি দিনকাল পড়ল ভায়া ? 
সৌরভ // তা চলো।  আর এখানে বসে কাজ নেই  ; হাঁটো --
নীরব  //  আজ আমি চায়ের পয়সা দেব । যতীন,  আমি বিকেলে দিয়ে যাব ;  লিখে রেখো ।
গৌরব // আরে নেই তো আমি দিয়ে দিচ্ছি  ।
নীরব // আরে না না একদম না । তুমি তো বেশিরভাগ দিন দিয়েই যাচ্ছ । আমরা আপাততঃ এক আধ দিন দিই।   না কি, সৌরভ দত্ত কি বলো ?
সৌরভ // হ্যাঁ তা ঠিক।  চলো চলো , আমার আবার রেশন তুলতে যেতে হবে  ।
গৌরব//   আচ্ছা সৌরভ, আমার রেশনটা তো তুমি নিতে পারো ?
নীরব // কেন ?  তুমি কি মহানুভবতা  দেখাচ্ছ  ?
গৌরব // না না সেই চাল আটা বাড়িতে পচছে ।
নীরব // ওগুলো মাছের জন্য পুকুরে ফেলছ বলে শুনলাম  ।
গৌরব //  কি করবো বলো ? পড়ে পড়ে নষ্ট হচ্ছে ।নীরব  // তাহলে দাও । তোমার তো আবার অনেক সদস্য । পাও তো অনেক । তুমি দিলে তো বন্ধু বাঁচে ।
গৌরব // তা বৈকি ।
নীরব  // এক কাজ করো সৌরভ  ; মামলা ঠুকে দাও ।  সৌরভ  // মামলা ! কেন  ?
গৌরব // মামলা করতেই হবে, আজকাল মামলা মোকর্দ্দমা করেই তো ছেলে বৌমার ভাত পেতে হবে ভায়া ।  আমার মামাতো ভাইয়ের ওই একই কেস।
নীরব //   মামলা করে যদি ভাত কাপড় পেতে হয়,  সন্তান জন্ম হ'বার পর চ্যূক্তিতে সই সাবুদ  করে লেখাপড়া শেখানো উচিত ছিল ।

(ওরা সকলে হাসলো হাসি থামার পর )

সৌরভ//  মামলা যে ঠুকব,  পয়সা কোথায় ? লোকে শুনলেওবা  কি বলবে ?  তার চেয়ে ভিক্ষে করে খাওয়া ভালো।  লোকে দেখুক ছেলে মানুষ করার জন্য সর্বশান্ত বাবা কেমন ভিক্ষে করছে ?
গৌরব//  বলো না ভায়া । তা যাই হোক , পূজার সময় কিছু তো পাঠানো উচিত ছিল ?  নীলেশ মেধাবী শান্ত ছেলে বলে জানতাম  কিন্তু বিচারবোধ  কি করে হারিয়ে গেল ?
নীরব //  তোমার জামা কাপড় নিশ্চয়ই পেয়েছ  ?       
গৌরব // পাবো না ! সব্বাই দিয়েছে তা অনেক তো ।
নীরব //  বাহ,   বাঃ বাঃ
গৌরব//  যে কথা বলতে এলুম । তোমাদের কিন্তু সস্ত্রীক যেতেই হবে --- এই দুপুর বেলা থেকে ।
সৌরভ // আমার তো আবার পিছুটান --
গৌরব//  তা বললে তো   শুনবো না ভায়া ।  ওখানে ক'দিন থাকা আর খাওয়া । আমার  বৌমার কড়া নির্দেশ !
নীরব // কি খাওয়াবে বলো ? 
গৌরব//   সঅব হবে সব হবে । যা খুশী ইচ্ছে মতো ।
নীরব // আরে  আগে শুনে  নিই । এখন থেকে পেট পরিষ্কার করতে হবে তো ?
গৌরব //  কেন ? আমার বউমা স্টোমাক স্পেশালিস্ট। গড়বড় হওয়া মাত্রই নিদান দেবে ।
সৌরভ // বেশতো বৌমা পেয়েছ ভাই ।
নীরব // তুমি আবার কথা ঘুরিয়ে দিও না । আগে বলো কি কি রান্না হবে ?
গৌরব // বলছি ভাই বলছি। কাঁকড়া চিংড়ি পাতুরি - ধনিয়া মুরগি , মোচার পোলাও, পুর ভরা ভেটকি,  মাংসের ঘুগনি, ডবল অনিয়ন ঘি রোস্ট মটন , মাছের চপ , ভেজিটেবল কাটলেট, মটন প্যাংথোরাস , চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি  , চিকেন কাৎসু ,  চিকেন ট্রাফেল সুই মেই ,  ওয়াসাবি টাইগার , প্রনস , মোচার চপ,ফিস ফিঙ্গার , মালাইকারি , কাতলা কালিয়া,  মটন ডাক বাংলো , ফুচকা,  ফুলকো লুচি, শুঁটির  কচুরি ,  মাছের তো বহু পৎ থাকছেই  ।
সৌরভ//  যা বলো তা বলো বাঙালি ডাল ভাত রুই মাছের ঝোলে বেশি পছন্দ ।
গৌরব//  থাকবে,  সব ব্যবস্থা থাকবে । তোমাদের যেটা  রুচি সেটা খেয়ো । আসলে বৌমা সুদূর আমেরিকা থেকে নিজের হেঁসেলের কিচেনার এনেছে । বৌমাও খুব পারদর্শী ভায়া । ভাগ্য গুণে পেয়েছি ।
নীরব//  নাঃ ।  আমার বিপত্নীকতা নিয়ে যেন ঠাট্টা করো না । যা সঞ্চয় আর পেনশন সবটুকু দিয়েও জামাইয়ের মন ভরেনা ।
সৌরভ // যম জামাই ভাগিনা তিন নয় আপনা।
গৌরব//  আবার হেঁয়ালি ?
নীরব  // সত্যি কথা ভাই । নিজের থাকে খাও পরো পরের দিকে চেয়ে থাকো ।
গৌরব//   ভাবছি আমার কয়েকটা নতুন জামা কাপড়--
সৌরভ //  বুঝেছি ;  আমায় দেবে তো ?  কিন্তু,  আমি কি ছেলে বৌমার কথা ভুলতে পারবো ?
গৌরব //  শোনো--  শোনো।  বয়স পঞ্চাশ হ'বার পর কালা- বোবা- অন্ধ সেজে থাকতে হয় ।  ওদের কথা ওরা বলুক । শুনে যাও শুধু  । উত্তর - উত্তর করো না বোবা হয়ে থাকো ।  মশা কামড়াচ্ছে কামড়াক--  মারা যাবে না  ; হাত চালিয়ে উড়িয়ে দিয়ে হটাও । ওরা যা করুক চোখ দিয়ে দেখে যাও । যেন কোনও তুমি দেখোনি । ব্যস  ঝামেলা মিটে গেল  । হে হে হে -
নীরব //  একটু দাড়াও । মাইনাস করি--
সৌরভ //  ডায়াবেটিস হয়নি তো ?  এত ঘন ঘন ইয়ে করছ ?
নীরব//  চেক্ আপ করিয়েছি । কিছুই  ধরা পড়েনি। বয়স হলে যা হয় । এই যে আমাদের মর্নিং ওয়াক  এতেই কম উপকার হয় ভেবেছ ?
গৌরব //  হয় হয় । শরীরটা তো মেসিন । তেল মোবিলে চলে ।  মনের মধ্যে হাবিজাবি চিন্তা করেছ তো পটল তুলেছ ।  হার্ট অ্যাটাক বুঝলে ভায়া ? রিল্যাক্স রিল্যাক্স করো । বয়সের সাথে খাবারেরও সামঞ্জস্য থাকা চাই ।  এই -- এইতো সেই মহিষবাড়ী । আজকে এই অবধি থাক ।  আমি আসছি-  তোমরা একটু পরে এসো কিন্তু ! সৌরভ এসো গিন্নিকে অবশ্যই  সঙ্গে করে এনো ।  আর নীরব -- তুমি কিন্তু নাতি-নাতনিকে সঙ্গে  নিয়ে এসো ।  অবশ্যই এসো ।  সময় মত যেও কিন্তু ---

(  আগমনী সুর-  ঢাকের বাদ্যি-  একটু পরে বিজয়ার মিছিল  )

গৌরব //  আসছে বছর আবার হবে, আসছে বছর আবার বাপের ঘরে উমা আসবে । আবার আসবে বারে বারে আসবে ।  আসে - সপরিবারে আসে- ।  কেবল আমরা যা যাবো আর আসব না ।  আমাদের বন্ধুত্ব মিষ্টি মধুর দীর্ঘদিনের । আমরা একে অন্যকে পরস্পর কখনো যদি ছেড়ে যাই আর কোনওদিন ফিরব না । ( গলা ভারী হয়ে ওঠে )
সৌরভ //  আসি বন্ধু । আবার আগামী বছর যদি বেঁচে থাকি সস্ত্রীক এসে  আতিথেয়তা গ্রহণ করব ।
নীরব   //  বৌমা , বৌমা সত্যিই তোমার বৌমা না হয়ে নিজের মেয়ে  । তোমাকে কত কি বিষয়ে প্রশ্রয় দেয় !  একেই বলে শিক্ষিতা সর্বগুণান্বিতা মেয়ে ।
সৌরভ//   চাওয়া পাওয়াটা বড় কথা নয় গৌরবদা, এই যে হাসি -আনন্দ -দুঃখ -যন্ত্রণা নিয়ে আমরা কতদিন আছি ভুলেই যাব এমনিতেই । চোখে ঘুম এলে সব শেষ ! পরের বাড়ি মেয়ে হতে পারে , আপন করে নেবার সৎ সাহস- যোগ্যতা- কৌশল জানা চাই । কোনো  মেয়ে বাপের বাড়ির মান মর্যাদা খোয়াতে চায় না ।
গৌরব//   তা যা বলেছ । বাবা-মার মান সম্মান খোয়াতে বউমারা ব্যস্ত হয় সব পরিবারে । ভাবেই না তারাও বাবা মা হয়েছে । তাদেরও ওই পথে যেতে হবে।  এই বুড়ো ভামদের কথা একটু হলেও ভাবতে পারত নীলেশ ।
নীরব //  আসা-যাওয়া মাঝখানে মাত্র ক'টা দিন ।  যা করো তুমি আমাদের সব যন্ত্রণা ভুলেই ছাড়ো ।
গৌরব  //  এসো ভাই   ;  আমরা চিরকালের বন্ধু !   প্রতি প্রত্যেকের বাবা-মা ঠিকানা আলাদা । কিন্তু বন্ধুত্বের ঠিকানাটা  প্রতি বছরই আমার ঘরে উৎসব আনন্দে খাওয়া দাওয়া নতুন পোশাক বুক ভরা আনন্দ মুখভরা হাসিতে কাটিয়ে দিই ।  এটাও ক'জন বন্ধু করে ? 
সৌরভ//   পরিবারের রক্তের সম্পর্কে  যারা ভাববার কথা তারাই ভাবল না এটাই আফসোসের ! 
গৌরব//   ভুলে যাও ভাই । বন পুড়ে মানুষ দেখে মন পুড়লে কি কেউ দেখতে আসে ? কু-পুত্র কন্যা হয় কু- মাতা-পিতা কখনই নয় ।
সৌরভ  //  বৌঠান--  বৌমার আদর আপ্যায়ণ মন থেকে অমৃত‍্যু মুছে ফেলতে পারব না । শুনবে -- আমার স্ত্রীর ঢাকাই জামদানির পরবার শখ । ও বলেছিল , চাকরি পেয়ে ছেলের প্রথম বেতনের টাকায় ঢাকাই জামদানি পরব । কে দিল আর তুমি পরলে ।
গৌরব//   তোমার ধুতি পাঞ্জাবি নিয়েছ তো ?
নীরব//  ওই তো ওর হাতে । আমিও নিয়েছি ।  আসি বন্ধু  -- তিন জনে বেশ তো জমিয়ে বাড়িতে উৎসবের মরশুম কাটালাম । বেঁচে থাক বন্ধুত্ব  !!!
সৌরভ //  আসি তাহলে ? আসি বৌমা - বৌঠান--  আবার দেখা হবে আগামী বছর।
গৌরব//   বেশ বেশ । কালকে তাহলে আবার সেই যতীনের চা দোকানে দেখা হচ্ছে ?
( সৌরভ / নীরব )  আসছি তাহলে !
গৌরব //   মন খারাপ করো না ভায়া।  রিল‍্যাক্স করো রিল‍্যাক্স । এই আমাদের বন্ধুত্ব । বন্ধুত্ব কথাটার বিশাল অর্থ । ক'জন বোঝে ? ক'জনে বজায় রেখে চলে ? আফসোস  নীলেশ ও তার স্ত্রী  সৌরভের স্বামী স্ত্রীকে বাবা মার চোখে বন্ধু বলে মেনে নিতে পারল না। যা দেখছি  আমাকেই চেষ্টা করে এর বিহিত ব্যবস্থা করতে হবে ।
--------------------------------------------------

সুদামকৃষ্ণ মন্ডল
গ্রাম: পুরন্দর পুর (অক্ষয় নগর)
পোস্ট : অক্ষয় নগর
থানা : কাকদ্বীপ
জেলা : দঃ চব্বিশ পরগণা ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.