Click the image to explore all Offers

রিভিউ।। কাব্যগ্রন্থ: মুক্ত বিহঙ্গ; কবি: শুভ্রা ঘোষ ।। গোবিন্দ মোদক

 

 

কাব্যগ্রন্থ: মুক্ত বিহঙ্গ

কবি: শুভ্রা ঘোষ

 


পাঠ প্রতিক্রিয়া - গোবিন্দ মোদক,


কবি শুভ্রা ঘোষের চতুর্থ একক কাব্যগ্রন্থ 'মুক্ত বিহঙ্গ'। অব্যক্ত, উন্মুক্ত অঙ্গনে, প্রবাহ – এই তিনটি পরিক্রমার শেষে কবির সাম্প্রতিক নিবেদন 'মুক্ত বিহঙ্গ'। শুভ্রা ঘোষের লেখালিখির সূত্রপাত শৈশবেই। নিতান্ত শখ একসময় রূপান্তরিত হয়েছে নেশায়। শখের কলম ক্রমে পরিণত হয়েছে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনে। তারপর চার দশক ধরে তাঁর কবিতাযাপন যার সাম্প্রতিক ফসল 'মুক্ত বিহঙ্গ'।


কেমন হয়, একজন কবি যদি তাঁর কবিতা শুরু করেন ঠিক এইভাবে –

        "যদি তুমি একটা আকাশ দাও, 

         আমি ঝকঝকে একটা সকাল দেবো"।

বস্তুতপক্ষে কবি শুভ্রা ঘোষ তাঁর মনোভূমিতে আছড়ে পড়া কাব্যিক ঢেউগুলিকে এইরকম সহজভাবে প্রকাশ করতেই পছন্দ করেন। তাই তাঁর কাব্যজুড়ে কাব্যসুষমার সমান্তরাল একটা সহজিয়া সুর অনুরণিত হতে থাকে যা যে কোনও সচেতন পাঠককেই ছুঁয়ে যায় অনায়াসে। নাগরিক জীবনের ইঁট, কাঠ, পাথর, মার্বেল, লোহা-লক্কড়, দূষণ, ধুলো, ধোঁয়া ইতাদির মধ্যেও কবি খুঁজে পান কাব্যিক রসদ। তথাপি প্রকৃতি তাঁকে হাতছানি দেয়, জীবনের গভীরতা তাঁকে ভাবায়, বিচিত্র এই বেঁচে থাকার সুবাস নিরন্তর তাঁকে আপ্লুত করে। তিনি তাঁর কবিতার ছন্দ খুঁজে পান সাগরের গর্জনে, নদীর বহমানতায়, আকাশের নীলে, উদ্বেগহীন রোদ্দুরে, ঋতু পরিবর্তনের অনিবার্যতায়, ঝড়ের দাপটে, বৃষ্টির সুষমায় অথবা ফল, ফুল, পাখি, রামধনুর অনাবিল সৌন্দর্যে।


তবু তাঁর কবিতার মূল বিষয়বস্তু মানবিক তথা মানসিক দূষণ। সমাজে নারীর অবস্থান, নানাবিধ বঞ্চনা, অত্যাচার, অবিচার তাঁকে নিরন্তর ভাবায় যার প্রতিফলন আমরা দেখতে পাই তাঁর নানা কবিতায়। তাই তথাকথিত নারী দিবসের অন্তঃসারশূন্যতার বিরুদ্ধে তিনি যেমন কলম ধরেন তেমনই সামাজিক ব্যধি, হানাহানি, লোলুপতার বিরুদ্ধেও তাঁর কলম সোচ্চার হয়ে ওঠে। 'মুক্ত বিহঙ্গ' তেমনই কিছু স্ফটিক ভাবনার অনুপম বহিঃপ্রকাশ।


৫৩টি নানাস্বাদের কবিতায় সাজানো 'মুক্ত বিহঙ্গ' কাব্যগ্রন্থটির নিবিড় অনুধ্যানে একটা কথা বারবার মনে হয় – কবি তাঁর উপলব্ধির নির্যাসটুকু খুব আন্তরিকভাবে তাঁর কবিতায় তুলে ধরতে প্রয়াসী। প্রতিটি কবিতা-ই তাঁর নানারঙের ভাবনার ফসল যা পাঠককে অনিবার্যভাবেই ছুঁয়ে যায়। পাঠক বেশ কিছু কবিতা পড়ে যুগপৎ চমকিত এবং চমৎকৃত হন।  যেমন ছাতারও যে একটি ছাতা-র প্রয়োজন আছে তা তাঁর 'ছাতা' কবিতাটি না পড়লে বোঝা যায় না। আবার চাঁদ ও আকাশ মুখোমুখি হলে যে চমৎকারটি ঘটে যায় তা জানতে হলে পড়তে হয় তাঁর কবিতা 'চাঁদ ও আকাশ মুখোমুখি'। এভাবে 'কবির কল্পনা, ছোট্ট হৃদয়, সমাপতন, বৃষ্টি এলো ঝেঁপে, স্মৃতি, গণতন্ত্রের প্রহরী, শব্দের জাদুকর, ছোট্ট চাওয়া, যেও না অস্তাচলে, তবু একা...  কবিতাগুলি পাঠককে উপহার দেয় নানা রঙের কাব্যসুষমা।


কবি শুভ্রা ঘোষ তাঁর ব্যক্তিগত জীবনে নিপাট একজন ভালোমানুষ। তিনি এতোটাই কবিতা পাগল যে শুধুমাত্র একটি কবিতা পাঠ করতে পারবেন এমন আহ্বানেও ছুটে যান বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্তে — অথচ সেই কবিতাটি কেউ মনযোগ দিয়ে শুনলো কিনা তাতে তাঁর বয়েই গেল। আর তাঁর এই চারিত্রিক বৈশিষ্ট্যের ছায়া পড়েছে তাঁর প্রায় প্রতিটি কবিতায়। তাঁর কাব্যিক ভাষা অত্যন্ত সহজ, সরল, নিপাট ভালোমানুষের মতোই অনাবিল। অযথা কথার প্যাঁচ-পয়জার তাঁর না-পসন্দ। তাঁর কবিতা "নদী আপন বেগে পাগল পারা"-র মতোই ঝংকৃত হয় আপন অনুভববেদ্যতায়। কোথাও অনাবশ্যক ছন্দ-অলংকারের কচকচানি বা অহেতুক জ্ঞান দেবার প্রবণতা বা অযথা কাউকে আহত করবার মতো দুষ্ট অভিপ্রায়ের অসঙ্গতি তাঁর কবিতার কোথাও লক্ষ করা যায় না। আর তাঁর কবিতা সর্বতোভাবেই দুর্বোধ্যতামুক্ত যা তাঁর কাব্যশেলীর নিজস্ব গুণ। আর ঠিক সেই কারণেই 'মুক্ত বিহঙ্গ' কাব্যগ্রন্থের কবিতাগুলো পাঠকমনে ছন্দিত হয় অনায়াসেই। 


কাব্যগ্রন্থটির নিবিড় পাঠে পাঠক আর একটি বিষয় আবিষ্কার করে চমৎকৃত হবেন — সেটি হলো কবিতাগুলো এতোটুকুও পক্ষপাতদোষে দুষ্ট নয় এবং সম্পূর্ণরূপে আমিত্ব বর্জিত। আর কাব্যশেলীতে এ নেহাত সাধারণ ব্যাপার নয়। তাই কবি যখন আলতো উচ্চারণে সবাক হন —


"একটা শব্দ চাই। 

অস্ফুট যন্ত্রণা প্রকাশের একটা শব্দ চাই। শব্দহীন বোবা কান্নারা আজ পথভ্রষ্ট 

বুকের ওপর পাথরের ভারী বোঝা 

চেপে বসে আছে আক্রোশে.. 

তীব্র যন্ত্রণায় কণ্ঠরোধ

…………..

একটা শব্দ চাই। 

তবু একটা শব্দ চাই। 

একটু ঘুমাতে চাই 

ফেলে দীর্ঘশ্বাস....!"                    (শব্দ চাই)


তখন তা কবির কবিতা না হয়ে রীতিমতো সার্বজনীন হয়ে ওঠে আর জিতে যায় 'মুক্ত বিহঙ্গ', খুঁজে পায় তার কাঙ্খিত গন্তব্য। 


যাইহোক, এভাবে পাঠক কবিতা থেকে কবিতান্তরে যেতে যেতে পেয়ে যান এমনই অনেক অনুভূতির মণিমুক্তা। গ্রন্থটির চমৎকার প্রচ্ছদ এবং বিন্যাস সুচারু। সবমিলিয়ে সুপাঠ্য সংগ্রহযোগ্য একটি কাব্যগ্রন্থ। আমরা তাকিয়ে থাকবো কবির পঞ্চম কাব্যগ্রন্থ প্রকাশের মুহূর্তটির জন্য।


প্রকাশক: পরিধি ছাড়িয়ে পাবলিকেশন

মূল্য: ১৫০ টাকা

 ---------------------------------------------------

                             

প্রেরক: গোবিন্দ মোদক।

সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা। 

রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। 

পশ্চিমবঙ্গ, ডাকসূচক - 741103


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.