Click the image to explore all Offers

কিশোর গল্প।। ঘাস ।। সঞ্জয় কুমার নন্দী

তিলোত্তমাকে

ঘাস 

 সঞ্জয় কুমার নন্দী 



একদিন জমিদার বিটবাবু মাঠে পায়চারি করতে যায়। পায়চারি করতে করতে একটা ঘাস তার পায়ে বিঁধে যায়।
ডাক্তার বলেছিল খালি পায়ে হাঁটলে নাকি ভালো হবে। পায়ের তলায় শিশির ভেজা জল পেলে শরীরের উন্নতি হবে। সেজন্য তিনি খালি পায়েই হাঁটছিলেন। ঘাসের কাঁটা -টাকে কিছু না বলে বাড়ি চলে এলেন।
   একদিন বুধু গাই খটমট করে মাঠে গিয়ে ঘাস খেতে আরম্ভ করলো। মনিবের লাল জামা দেখে শিং নেড়ে হাঁস ফাঁস করতে করতে গুঁতোতে গেল। তাতেই গরুর খুরের মাঝখানের অংশ দিয়ে ঘাসের কাঁটা ঢুকে গেল। যন্ত্রণায় ছটফট করতে করতে সে বাড়ির দিকে ছুট দিল। কিন্তু যেতে পারলো না। যন্ত্রণায় সে ওখানেই পড়ে থাকলো।
    ঘোড়া গাধা ছাগল সবাই যখন ঘাস খাচ্ছে তখন একটা বাঘ তাদের তাড়া করলো। এর ফলে ঘোড়া গাধা ছাগলের পায়ে ঘাসের কাটা বিঁধে গেল। তারা খোঁড়াতে খোঁড়াতে চলে যাচ্ছে দেখে বাঘ ভাবলো ভালোই হলো। এবার ওদের খাওয়া যাবে। বাঘ দৌড় দিতে দিতে তাদের দিকে ধেয়ে গেল আর তক্ষুনি তারও পায়ে কাঁটা বিঁধে গেল.....
....এর পরেই জমিদারের কোতোয়াল খবর নিয়ে এলো মাঠে গরু ছাগল বাঘ গাধা ঘোড়া সবাই একসাথে খোঁড়াচ্ছে । কেউই বাসায় যেতে পারছে না। অতঃপর জমিদারের আদেশে সবাইকে নিয়ে ওই জমিটা কাছে সভা ডাকলো।
    জমিদার বললেন কি জাদু আছে ওই ঘাসগুলোতে। আমাকে জানতে হবে। ঘাস কাটার মেশিন এনে জমিদার আদেশ দিলেন সমস্ত জমির ঘাস কেটে ফেলো। না হলে সবাই বিপদে পড়বে। 
   হাত জোড় করে ঘাস বলে ওঠে — বাবু কাটবেন না । আমরা ছেলেপুলে নিয়ে এই জমিটাই বাস করি। আমাদের মেরে ফেলবেন দয়া করুন। 
     জমিদার বলেন, কি জাদু জানিস বল ? কেন কাঁটা হয়ে আছিস ?
    ঘাস বলে, বাবু আপনি যখন হাঁটছিলেন আমার অনেক কষ্ট হচ্ছিল। ওই ছাগল গরু ঘোড়া গাধা যখন আমাকে খায় তখন আমাদের যন্ত্রণা হয়। বাঘ যখন দৌড় দিয়ে ওদের ধরতে গেল খাবে বলে তখন আমার গরু ছাগল ঘোড়া গাধার প্রতি মায়া হল । ভাবলাম ওদেরকে প্রাণে মারতে দেবো না আমি রক্ষা করব। তাই বাঘের পায়েতেও কাঁটা বিঁধে দিলাম। এতে আমার কি অপরাধ ! আমি তো ওদের প্রাণ বাঁচিয়েছি। 
   এটা যদি না করতাম ঈশ্বরের কাছে কি জবাব দিতাম। 
এই জীবনটা বৃথা হয়ে যেত। এবার বলুন এখন আমি কি করব আপনি যা বলবেন যা শাস্তি দেবেন তা মাথা পেতে নেব। জমিদার বললেন সাধু ! সাধু ! চলো সবাই ওদের চিকিৎসা করাই । সারিয়ে তুলতে হবে তো !
________________________________________________
 
Address:-
Sanjoy Kumar Nandi 
Village - South sura 
Post office - Chakdighi 
District - Purba Bardhaman 
West Bengal, India

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.