বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

অণুগল্প।। কাঁটা ।। অঞ্জনা গোড়িয়া( সাউ)

 তিলোত্তমাকে
কাঁটা

অঞ্জনা গোড়িয়া(সাউ)

 
সেদিন স্কুল ফেরার পথে প্রচন্ড বিদ্যুৎ ঝলকানি আর মেঘের আনাগোনা। দ্রুত পায়ে ফিরছিলুম বাড়ির দিকে। হঠাৎ মনে হলো কেউ পিছু নিয়েছে।  গা ছমছম করে উঠল। ভয়ে আতঙ্কে আরো  জোরে পা। তবু পারিনি শেষ  রক্ষা করতে।  পিছন থেকে ছুটে  এসে একাকী  রাস্তায় জড়িয়ে  ধরল  স্তনবৃন্ত।  নোংরা  হাতের স্পর্শে সারাশরীর কেঁপে  উঠল। মাথায় ছিল কাঁটা ক্লিপ,একটা  খুলেই গেঁথে  দিলুম ওর মুখে। হাতের ছাতা দিয়ে ও উত্তম মধ্যম। দৌড়ে পালালো।   ফিরলুম বাড়ি। ক্লান্ত  হয়ে।  পাড়ায়  মাইকে ততক্ষণে বেজে উঠেছে --- ইয়াদেবী সর্বভূতেষূ -----
বুঝলুম পূজা আসছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.