বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

অণুগল্প ।। নির্জনে ।। তীর্থঙ্কর সুমিত


 
নির্জনে

তীর্থঙ্কর সুমিত 



পাশাপাশি হাত ধরে কিছুটা পথও এগিয়ে যাওয়া হলোনা।ছোটবেলা থেকে ভাবতাম বাবার মত হবো। শক্ত সুঠাম সাত ফুটের একটা লোক রোজ নির্জনে বিড়বিড় করে কি যেন বলতো।কত জমানো কথা একা একা নিজেকেই বলতেন ।আমিও অভ্যাস করেছিলাম নিজের সাথে কথা বলার। কিন্তু একা একা কথা বললেই বাড়িতে ভীষণ রকম ধমক খেতাম। তখন বুঝতাম না এর কারণ কি?

আর এখন আমি একাকী নির্জনে বসে বাবা হচ্ছি।

======================

চিত্র ঋণ - ইন্টারনেট


তীর্থঙ্কর সুমিত
মানকুণ্ডু, হুগলী।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.