দুটি অণুগল্প
রথীন পার্থ মণ্ডল
১. ফিরে পাওয়া
চিরুনিটা ফিরে পেয়ে খুশিতে শিশুর মতো লাফিয়ে উঠলেন আনন্দবাবু।
-- গিন্নি, ও গিন্নি, বলছি শুনছো। কোথায় তুমি?
বাথরুম থেকে আনন্দবাবুর স্ত্রী চেঁচিয়ে বলে উঠলেন -- আমি এখানে। কি হয়েছে বলো?
বাথরুমে ছুটে গিয়ে আনন্দবাবু বললেন -- বলছি যে, চিরুনিটা ফিরে পেয়েছি।
বলে গিন্নিকে জড়িয়ে ধরে আনন্দে লাফাতে লাগলেন আনন্দবাবু। খেয়াল করেননি মেঝেতে সাবান পড়ে আছে। সেই সাবানে পা হড়কে পড়ে গিয়ে চিরুনি পাবার আনন্দে শুরু হল প্রেমের নতুন পর্ব।
২. নন্দিতার জীবন
অবশেষে জীবনযুদ্ধে জয়ী হল নন্দিতা। তিন মেয়েকে নিয়ে সুমনের বাড়ি ছেড়ে চলে আসার সময় যে প্রতিজ্ঞা করেছিল নন্দিতা, তার তিন মেয়েই একদিন সমাজে প্রতিষ্ঠিত হবে, আজ সেই প্রতিশ্রুতি পূর্ণ হয়েছে বড় মেয়ে আই এ এস অফিসার, মেজ মেয়ে ডাক্তার এবং ছোট মেয়ে অধ্যাপক হওয়ায়। এবার শুধু স্বস্তির নিঃশ্বাস ফেলার সময় হয়েছে নন্দিতার।
======================
শশীভূষণ বোস রোড
রাধানগর পাড়া
পূর্ব বর্ধমান
৭১৩১০১